SFI-এর বিকাশ ভবন অভিযান ঘিরে তুলকালাম!
- Reported by:Anup Chakraborty
- news18 bangla
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
'স্কুল বাঁচাও, মূল বাঁচাও' স্লোগানকে সামনে রেখে শুক্রবার বিকাশ ভবন অভিযানে নামে SFI। একাধিক দাবি নিয়ে পথে নামে বাম ছাত্র সংগঠন। করুণাময়ীর সামনে বেলা বাড়তেই জমায়েত হতে শুরু করে SFI-এর কর্মী সমর্থকরা। করুণাময়ী থেকে বিকাশ ভবন অভিযানে SFI এর দাবি সমস্ত সরকারি স্কুলে অবিলম্বে স্বচ্ছ দুর্নীতিমুক্ত পদ্ধতি পর্যাপ্ত শিক্ষক নিয়োগ করতে হবে।
কলকাতা: ‘স্কুল বাঁচাও, মূল বাঁচাও’ স্লোগানকে সামনে রেখে শুক্রবার বিকাশ ভবন অভিযানে নামে SFI। একাধিক দাবি নিয়ে পথে নামে বাম ছাত্র সংগঠন। করুণাময়ীর সামনে বেলা বাড়তেই জমায়েত হতে শুরু করে SFI-এর কর্মী সমর্থকরা। করুণাময়ী থেকে বিকাশ ভবন অভিযানে SFI এর দাবি সমস্ত সরকারি স্কুলে অবিলম্বে স্বচ্ছ দুর্নীতিমুক্ত পদ্ধতি পর্যাপ্ত শিক্ষক নিয়োগ করতে হবে। সরকারি পোষিত স্কুলগুলিতে সরকারি নিয়ম মেনে ২৪০ টাকার বেশি ফি নেওয়া যাবে না। ছাত্র ভোটের তারিখ অবিলম্বে ঘোষণা করতে হবে।
এছাড়াও, স্কুল পরিচালনার জন্য গ্রান্টের সমস্ত বকেয়া টাকা অবিলম্বে মিটিয়ে দিতে হবে। একইসঙ্গে, বিকাশ ভবনে শিক্ষা দফতরের অধিকারিকদের কাছে ডেপুটেশন দিতে যান এস এফ আইয়ের চার জনের প্রতিনিধি দল। সেই সময়েই পুলিশ এর সঙ্গে ব্যাপক ঝামেলায় জড়ান বাম কর্মী-সমর্থকেরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jan 30, 2026 4:35 PM IST










