Honesty Store: ছোট থেকেই সৎ হতে শিখুক খুদেরা! সীমান্ত এলাকার প্রাথমিক স্কুলে 'সততা স্টোর্স', দোকানদার ছাড়াই চলে বেচাকেনা
- Reported by:Rudra Narayan Roy
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
Honesty Store: এই দোকানে জিনিসপত্র বিক্রি হয়, কিন্তু কোনও দোকানদার নেই। কিন্তু তা সত্ত্বেও এখনও পর্যন্ত এই দোকানে এক টাকাও গরমিল হয়নি।
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়ঃ স্কুলের মধ্যেই সততা স্টোর্স। শিশুদের সৎ হতে সাহায্য করার জন্য দোকানদার ছাড়াই চলছে আস্ত একটি দোকান। সীমান্ত এলাকার প্রাথমিক স্কুলে এমনই এক অভিনব উদ্যোগ দেখা গেল। এই দোকানে জিনিসপত্র বিক্রি হয়, কিন্তু কোনও দোকানদার নেই। স্কুলের বাচ্চারা এই দোকান থেকে নোটবুক, পেনসিল এবং পেনের মতো জিনিসপত্র কেনে। তবে তাঁরা প্রতিটি জিনিসের দাম অনুসারে একটি বাক্সে ন্যায্য টাকা রেখে যায়।
বাক্সের পাশেই আবার রাখা আছে চকোলেট। সেখান থেকে শিশুরা প্রতিটি কেনাকাটা ও সততা দেখানোর জন্য একটি করে চকোলেটও নিয়ে নেয়। বনগাঁ কবি কেশবলাল বিদ্যাপীঠ স্কুলের মধ্যে রয়েছে এই অভিনব সততা স্টোর্স। স্কুলের তরফ থেকে ছোট ছোট শিশুদের প্রথম পর্যায়ের শিক্ষালয় থেকে সততা শেখাতে এই দোকান করা হয়েছে।
আরও পড়ুনঃ জয়দেব মেলা শেষ হতেই শুরু বাউল-ফকিরদের মহোৎসব! দুবরাজপুরে ৩ দিনের বিশেষ আসর, ঘুরতে গেলে মিস করবেন না কিন্তু
স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমান পরিস্থিতিতে সমাজের চারদিক যখন অসৎ কার্যকলাপে ভরেছে, সেই জায়গায় দাঁড়িয়ে স্কুলের বাচ্চাদের প্রথম থেকেই সৎ হতে শেখানোর জন্য এমন উদ্যোগ। স্কুলের একটি দেওয়ালকে সততার দোকান বানানো হয়েছে।
advertisement
advertisement
অনেক সময় দেখা যায়, পড়ুয়ারা স্কুলে খাতা, পেনসিল নিয়ে আসেনি। তখন নির্দিষ্ট মূল্য অনুযায়ী সততার এই দোকান থেকে তাঁরা নিজেদের প্রয়োজন অনুযায়ী শিক্ষা সামগ্রী কিনে নেয়। কী কিনেছে সেটি একটি খাতায় লিখে নিজেরাই টাকা রেখে, একটি করে লজেন্স নিয়ে যায় খুদেরা।
প্রতি সপ্তাহে জিনিসের পরিমাণ ও টাকার অঙ্ক মিলিয়ে দেখা হয়। তাতেও রীতিমতো চমক! এখনও পর্যন্ত এই দোকানে এক টাকাও গরমিল হয়নি। স্কুলের তরফ থেকে জানানো হয়েছে, দোকানের এই লভ্যাংশ ছাত্রছাত্রীদের উন্নয়নমূলক কাজেই ব্যবহৃত হবে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্কুলে বর্তমানে প্রায় ১৭৫ জন ছাত্রছাত্রী রয়েছে। চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়াশোনা হয়। স্কুলের তরফ থেকে এই দোকান চালাতে একসঙ্গে অনেক পরিমাণে শিক্ষা সামগ্রী কেনা হয়। ফলে অনেকটা কম টাকায় তা এই সততার দোকানে রাখা সম্ভব হচ্ছে বলেও জানা গিয়েছে। এই দোকানে খাতা ১০ টাকা, পেনসিল ৫ টাকা ও পেন ৪ টাকায় পাওয়া যায়। স্কুলের এই সততার দোকানের নাম ‘সততা স্টোর্স’। সীমান্ত এলাকার প্রাথমিক স্কুলের এই অভিনব উদ্যোগ ইতিমধ্যেই শিক্ষা মহলে সাড়া ফেলে দিয়েছে।
Location :
North Twenty Four Parganas,West Bengal
First Published :
Jan 19, 2026 1:56 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Honesty Store: ছোট থেকেই সৎ হতে শিখুক খুদেরা! সীমান্ত এলাকার প্রাথমিক স্কুলে 'সততা স্টোর্স', দোকানদার ছাড়াই চলে বেচাকেনা









