Birbhum News: জয়দেব মেলা শেষ হতেই শুরু বাউল-ফকিরদের মহোৎসব! দুবরাজপুরে ৩ দিনের বিশেষ আসর, ঘুরতে গেলে মিস করবেন না কিন্তু

Last Updated:

Birbhum News: জয়দেব কেন্দুলির মেলা শেষ হতেই লক্ষ লক্ষ মানুষের ভিড় ও বাউলের একতারার সুর মিলিয়ে গেলেও বীরভূমের আধ্যাত্মিক আবহ কাটেনি।

+
দরবেশ

দরবেশ পাড়া

বীরভূম, সুদীপ্ত গড়াইঃ মকর সংক্রান্তির পুণ্যতিথিতে অজয় নদের তীরে জয়দেব কেন্দুলির মেলা শেষ হয়েছে গত ১৭ জানুয়ারি। লক্ষ লক্ষ মানুষের ভিড় আর বাউলের একতারার সুর মিলিয়ে গেলেও বীরভূমের আধ্যাত্মিক আবহ কাটেনি। চিরাচরিত প্রথা মেনে জয়দেবের ঠিক পরেই বাউল, ফকির, আউল ও দরবেশদের ভিড় এখন দুবরাজপুরের পাহাড়েশ্বর সংলগ্ন ‘দরবেশ পাড়া’য়।
স্থানীয়দের মতে, জয়দেব মেলা শেষ হলেও বীরভূমের সাধক সমাজের উৎসব শেষ হয় না। পাহাড়েশ্বর বা বিখ্যাত মামা-ভাগ্নে পাহাড়ের পাদদেশে অবস্থিত দরবেশ বাবার আখড়ায় গত ৫০০ বছর ধরে চলে আসছে এই বিশেষ আসর। প্রতি বছর মাঘ মাসের ৩, ৪ ও ৫ তারিখ এই তিন দিন দরবেশ বাবার তিরোধান দিবস উপলক্ষে এখানে বাউল ও সুফি সাধনার এক মিলনক্ষেত্র তৈরি হয়।
advertisement
আরও পড়ুনঃ গানের তাল বজায় রাখার আসল হাতিয়ার! মেচদের সংস্কৃতির সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে খলটপ, প্রজন্মের পর প্রজন্ম ধরে চলছে ব্যবহার
এই মহোৎসবে শুধু বীরভূম বা সংলগ্ন জেলা নয়, ঝাড়খণ্ড, অসম, বোকারো এমনকি সুদূর জেলা বাঁকুড়া, পুরুলিয়া ও মুর্শিদাবাদ থেকেও বাউল শিল্পীরা ছুটে আসেন। বাউল শিল্পী নারায়ণ দাস বৈষ্ণবের কথায়, “দরবেশ বাবার টানেই আমরা এখানে আসি। জয়দেব মেলা সেরে এখানে না এলে আমাদের সাধনা পূর্ণতা পায় না। কেউ কুড়ি বছর, কেউ বা তিরিশ বছর ধরে নিয়মিত আসছেন শুধুমাত্র এই আধ্যাত্মিক আনন্দের খোঁজে।”
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আখড়ার সেবাইত গৌড়চন্দ্র দাস বৈষ্ণব জানান, মাঘের ৩ তারিখ থেকে আগমনী উৎসব শুরু হয়। চলে বড় মহোৎসব এবং শেষ দিনে হয় ‘ধুলোট’। এই কয়েক দিন বাউল গান, ফকিরি গান এবং লোকগীতির সুরে মুখরিত থাকে দরবেশ পাড়া। তিনি আরও বলেন “আমরা এক মাস ধরে ভিক্ষা করে এই উৎসবের আয়োজন করি। সাধু সন্ত ও ভক্তদের সেবার জন্য এই পরিশ্রমটুকুই আমাদের প্রাপ্তি। ৫ মাঘের পর সব সাধুরা আবার নিজেদের ডেরায় ফিরে যান।”
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Birbhum News: জয়দেব মেলা শেষ হতেই শুরু বাউল-ফকিরদের মহোৎসব! দুবরাজপুরে ৩ দিনের বিশেষ আসর, ঘুরতে গেলে মিস করবেন না কিন্তু
Next Article
advertisement
হঠাৎ অসুস্থ সৌগত রায়! রাতেই তড়িঘড়ি ভর্তি করা হল হাসপাতালে, জানুন মেডিক্যাল আপডেট
হঠাৎ অসুস্থ সৌগত রায়! রাতেই তড়িঘড়ি ভর্তি করা হল হাসপাতালে, জানুন মেডিক্যাল আপডেট
  • প্রসঙ্গত, গত জুলাইতেই হাসপাতালে ভর্তি হতে হয় সৌগত রায়কে। তাঁর টাইপ টু ডায়াবিটিস আছে বলে সূত্রের খবর। তার আগে জুন মাসেও বুকে ব্যথা, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন দমদমের সাংসদ

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement