Baby Bear Rescue: ডুয়ার্সের চা বাগানে হিমালয়ান ব্ল্যাক বিয়ার! খাবারের সন্ধানে দাপিয়ে বেড়াচ্ছে এদিক ওদিক, পাহাড় ধ্বংসের ফলেই কি সমতলে ভালুক
- Reported by:SUROJIT DEY
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Jalpaiguri Baby Bear Rescue: খাদ্যের সন্ধানে সমতলে এসে আটকে পড়েছে ফুটফুটে ভালুক ছানা। জলপাইগুড়ির সামসিং চা বাগানে দাপিয়ে বেড়াচ্ছে সে। কালো কুচকুচে হিমালয়ান ব্ল্যাক বিয়ারটিকে উদ্ধার করেছে বন দফতর।
জলপাইগুড়ি, সুরজিৎ দে: চা বাগানে প্রথমে দাপিয়ে বেড়ায় তারপর গ্রামে এসে দৌড়াদৌড়ি শুরু করে ছোট্ট ফুটফুটে ভালুকের ছানা। অতি উচ্চতায় তুষার পাত, খাদ্যের সন্ধানে সমতলে এসে আটক ভালুক। ঘটনাটি ঘটেছে বুধবার জলপাইগুড়ি জেলার চাপরামারি ওয়াইল্ড লাইফ সাঞ্চুয়ারি অধীন সামসিং চা বাগানে।
গ্ৰামের মধ্যে ভালুক ছানাকে ঘোরাফেরা করতে দেখেন গ্রামবাসীরা। আগুনের ফুলকির মতো ছড়িয়ে পড়ে সেই খবর। সকাল থেকেই গ্রামের মধ্যে ভালুক দেখতে দূর দূরান্তের মানুষ ছুটে আসছে।
আরও পড়ুনঃ সরস্বতী পুজোতেও থিমের বাহার! শিলিগুড়ি জুড়ে অভিনব ভাবনায় বাগদেবীর আরাধনা, দেখুন চোখধাঁধানো সব মণ্ডপ
এই প্রসঙ্গে খুনিয়া রেঞ্জের রেঞ্জ অফিসার সঞ্জয় দে জানিয়েছেন, সম্ভবত ভুটান থেকে এই বাচ্চা ভালুকটি এই অঞ্চলে প্রবেশ করেছে। চা বাগানের শ্রমিকদের নজরে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। বন বিভাগ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে উদ্ধার করে কালো কুচকুচে হিমালয়ান ব্ল্যাক বিয়ারটিকে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রাথমিক চিকিৎসা এবং স্বাস্থ্য পরীক্ষার পর ভালুকটিকে নেওড়া জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বন বিভাগ সূত্রে জানা গিয়েছে। পরিবেশপ্রেমী অনির্বাণ মজুমদার বলেন, ডুয়ার্সে আরও বাড়তে পারে ভালুকের সংখ্যা। কারণ পাহাড়কে যেভাবে ধ্বংস করা হচ্ছে ভালুকদের যে বাসস্থান রয়েছে সেই সব বাসস্থানগুলিতে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে সেই কারণেই ডুয়ার্সমুখী হতে পারে ভাল্লুক।
Location :
Jalpaiguri,Jalpaiguri,West Bengal
First Published :
Jan 21, 2026 6:31 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Baby Bear Rescue: ডুয়ার্সের চা বাগানে হিমালয়ান ব্ল্যাক বিয়ার! খাবারের সন্ধানে দাপিয়ে বেড়াচ্ছে এদিক ওদিক, পাহাড় ধ্বংসের ফলেই কি সমতলে ভালুক









