Artificial Intelligence: ব্যাঙ্কিং পরিষেবা থেকে রিয়েল এস্টেট, স্বাস্থ্যক্ষেত্রে এবার AI সাহায্য করবে মানুষকে! রাজ্যের স্কুল, কলেজে দেওয়া হবে কৃত্রিম বুদ্ধিমত্তার পাঠ 

Last Updated:

Artificial Intelligence: ব্যাঙ্কিং ও রিয়েল এস্টেট থেকে শুরু করে স্বাস্থ্যক্ষেত্রে ক্যানসার সনাক্তকরণ ও শরীরের বিভিন্ন রোগ নির্ণয়ে এআই (AI) কীভাবে সহায়ক হতে পারে, সে বিষয়ে নানা খুঁটিনাটি তথ্য তুলে ধরা হয় বিশেষজ্ঞদের তরফে।

রাজ্যের কলেজ, স্কুলে পড়ানো হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পাঠ
রাজ্যের কলেজ, স্কুলে পড়ানো হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পাঠ
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ন রায়: ব্যাঙ্কিং পরিষেবা থেকে রিয়েল এস্টেট, স্বাস্থ্যক্ষেত্রে এবার এআই (AI) বিশেষভাবে সাহায্য করবে মানুষকে। রাজ্যের কলেজ, স্কুলেও পড়ানো হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর এর মধ্যে দিয়েই কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) শিক্ষাক্ষেত্রে যেন নতুন দিগন্ত খুলে দিল বলেই মনে করছে শিক্ষামহল।
ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়গুলির অধীনস্থ একাধিক কলেজে এআই কোর্স অন্তর্ভুক্ত করা হয়েছে। এর পাশাপাশি রাজ্যের স্কুলগুলিতেও এআই নিয়ে ফ্ল্যাগশিপ প্রকল্প শুরু হয়েছে। যা আগামী দিনে পড়ুয়াদের ভবিষ্যৎ কর্মজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া নির্ভর সাইবার প্রতারণা, ব্যাঙ্ক জালিয়াতি রুখতে এআই কীভাবে কার্যকর ভূমিকা নিতে পারে, তা নিয়েই এদিন এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হল।
advertisement
আরও পড়ুনঃ দু’শো বছরের ঐতিহ্যে বিদ্যার আরাধনা! বল্লভপুরের প্রাচীন সরস্বতী মন্দিরে বীণাপাণির আগমনে মাছ ধরার ইতিহাস, মনস্কামনা পূরণে ছুটে আসেন ভক্তরা
ব্যাঙ্কিং সেক্টরে কেওয়াইসি (KYC) ডকুমেন্ট যাচাই, মানি লন্ডারিং ও অবৈধ লেনদেন সনাক্তকরণ, এআই-এর মাধ্যমে ঋণ, সঞ্চয় ও বিনিয়োগ সংক্রান্ত পরামর্শ, দ্রুত ক্রেডিট স্কোর বিশ্লেষণ ও লোন প্রসেসিং- এই সমস্ত ক্ষেত্রেই এআই কীভাবে কাজ করছে ও ভবিষ্যতে আরও উন্নত হবে, তার রূপরেখা তুলে ধরেন দেশের প্রথম সারির এআই সংস্থা চ্যাম্প ইন্ডিয়া।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ডিমের দামে অজুহাত! শান্তিপুরে আইসিডিএস সেন্টারে শিশুদের পাতে অর্ধেক পুষ্টি, অসন্তোষে ফুঁসছেন অভিভাবকরা
সংস্থার পক্ষ থেকে জানানো হয়, কলকাতার একাধিক প্রথম সারির কলেজের সঙ্গে যৌথভাবে তারা পড়ুয়াদের এআই-এর ভাল-মন্দ, ব্যবহারিক প্রয়োগ এবং নৈতিক দিক শেখাচ্ছে। শুধু ব্যাঙ্কিং নয়, রিয়েল এস্টেট সেক্টরেও এআই আগামী দিনে কীভাবে বড় পরিবর্তন আনবে, সেই বিষয়েও ব্যাখ্যা করা হয়। এদিন নিউটাউনে এক এডুকেশন সেমিনারে এআই-এর বহুমুখী ব্যবহার নিয়ে বিশদে আলোচনা হয়। ব্যাঙ্কিং ও রিয়েল এস্টেট থেকে শুরু করে স্বাস্থ্যক্ষেত্রে ক্যানসার সনাক্তকরণ ও শরীরের বিভিন্ন রোগ নির্ণয়ে এআই কীভাবে সহায়ক হতে পারে, সে বিষয়েও নানা খুঁটিনাটি তথ্য তুলে ধরা হয় বিশেষজ্ঞদের তরফে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সেমিনারে উপস্থিত ছিলেন বন্ধন ব্যাঙ্কের সিইও ও ফাউন্ডার চন্দ্রশেখর ঘোষ-সহ রাজ্যের প্রথম সারির সরকারি ও বেসরকারি স্কুল-কলেজের অধ্যক্ষ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের এআই হেড ফ্যাকাল্টিরা। উদ্যোক্তাদের কথায়, এআই শিক্ষাকে মূলধারায় আনলে রাজ্যের পড়ুয়ারা ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর বিশ্বে আরও আত্মবিশ্বাসী ও দক্ষ হয়ে উঠবে। ফলে মানুষের সুবিধায় এআই আরও সরল করে দেবে জীবনযাত্রা।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Artificial Intelligence: ব্যাঙ্কিং পরিষেবা থেকে রিয়েল এস্টেট, স্বাস্থ্যক্ষেত্রে এবার AI সাহায্য করবে মানুষকে! রাজ্যের স্কুল, কলেজে দেওয়া হবে কৃত্রিম বুদ্ধিমত্তার পাঠ 
Next Article
advertisement
West Bengal Weather Update: মাঘে কমবে শীত ! কতটা বাড়বে রাজ্যের তাপমাত্রা? দেখে নিন
মাঘে কমবে শীত ! কতটা বাড়বে রাজ্যের তাপমাত্রা? দেখে নিন
  • মাঘে কমবে শীত !

  • কতটা বাড়বে রাজ্যের তাপমাত্রা?

  • দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দু’দিনে রাতে ২ থেকে ৩ ডিগ্রি পারদ চড়বে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement