ICDS Centre: ডিমের দামে অজুহাত! শান্তিপুরে আইসিডিএস সেন্টারে শিশুদের পাতে অর্ধেক পুষ্টি, অসন্তোষে ফুঁসছেন অভিভাবকরা

Last Updated:

Nadia ICDS Centre: শান্তিপুরের একটি আইসিডিএস সেন্টারে দীর্ঘ তিন মাস ধরে শিশুদের নিয়মিত ‘আস্ত’ ডিম দেওয়া হচ্ছে না। শিশুদের পাতে পড়ছে অর্ধেক ডিম। ডিমের বরাদ্দ নিয়ে অসন্তোষে ফুঁসছেন অভিভাবকরা।

+
শান্তিপুরের

শান্তিপুরের আইসিডিএস সেন্টারে শিশুদের দেওয়া হচ্ছে অর্ধেক ডিম

শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: ডিমের দামে অজুহাত, শিশুদের পাতে অর্ধেক ডিম।  আইসিডিএস সেন্টার ঘিরে ক্ষোভ অভিভাবকদের। উঠছে একাধিক প্রশ্ন। চলতি এক মাস ধরে ডিমের বরাদ্দ নিয়ে অসন্তোষে ফুঁসছেন অভিভাবকরা। অভিযোগ, শান্তিপুরের একটি আইসিডিএস সেন্টারে দীর্ঘ তিন মাস ধরে শিশুদের নিয়মিত ‘আস্ত’ ডিম দেওয়া হচ্ছে না।
আগে প্রতি সপ্তাহে সোমবার ও শুক্রবার ডিম দেওয়া হলেও এখন কেবল সোমবার একটি আস্ত ডিম মিলছে। বাকি দিনের বরাদ্দে দেওয়া হচ্ছে অর্ধেক ডিম। অভিভাবকদের প্রশ্ন ডিমের দাম কমলে কি তবে দেড়খানা করে ডিম দেওয়া হবে? আর যে অর্ধেক ডিম দেওয়া হচ্ছে, তা কবে পূর্ণ ডিমে পরিণত হবে?
আরও পড়ুনঃ নবগ্রাম সেনা ঘাঁটিতে ভেটেরান্স র‍্যালি! যুদ্ধে ব্যবহৃত অস্ত্র, মিসাইল কাছ থেকে দেখার সুযোগ, শহীদ সেনাদের স্ত্রী ও মায়েদের ‘বীর’ সম্মান
সেন্টারের শিক্ষিকাদের তরফে জানানো হয়েছে, বর্তমানে ডিমের দাম প্রতি পিস প্রায় ন’টাকা হওয়ায় সকলকে আস্ত ডিম দেওয়া সম্ভব হচ্ছে না। তাই অর্ধেক করে ডিম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই ব্যাখ্যাতেই ক্ষোভ বেড়েছে। শিক্ষিকারা দাবি করছেন, অভিভাবকরাই নাকি অর্ধেক ডিমের বরাদ্দে সই করে সম্মতি দিয়েছেন। অভিভাবকদের একাংশ এই দাবিকে প্রশ্নবিদ্ধ করে বলছেন, যথাযথ আলোচনা বা লিখিত সম্মতির বিষয়টি তাদের জানা নেই।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আরও অভিযোগ, আইসিডিএস সেন্টার সংক্রান্ত অভিযোগ জানাতে গেলে কাউন্সিলরের সই লাগবে, নাকি সব অভিভাবকের যৌথ স্বাক্ষর প্রয়োজন এই নিয়েও স্পষ্ট নির্দেশনা নেই। ফলে অভিযোগ জানানো কার্যত জটিল হয়ে উঠেছে। পুষ্টিকর খাদ্য শিশুদের অধিকার। এমন অবস্থায় ডিমের বরাদ্দে স্বচ্ছতা ও নিয়ম মেনে সরবরাহ নিশ্চিত করার দাবি তুলেছেন অভিভাবকরা।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
ICDS Centre: ডিমের দামে অজুহাত! শান্তিপুরে আইসিডিএস সেন্টারে শিশুদের পাতে অর্ধেক পুষ্টি, অসন্তোষে ফুঁসছেন অভিভাবকরা
Next Article
advertisement
Supreme Court on SIR Hearing: ভোটারদের থেকে নথি নিলে দিতে হবে রিসিভড কপি!কমিশনকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট
ভোটারদের থেকে নথি নিলে দিতে হবে রিসিভড কপি!কমিশনকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট
  • ভোটারদের নথি নিলে প্রাপ্তিস্বীকার করতে হবে নির্বাচন কমিশনকে৷

  • কমিশনকে নির্দেশ দিল শীর্ষ আদালত৷

  • লজিক্যাল ডিস্ক্রিপ্যান্সির তালিকা প্রকাশেরও নির্দেশ৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement