দু'শো বছরের ঐতিহ্যে বিদ্যার আরাধনা! বল্লভপুরের প্রাচীন সরস্বতী মন্দিরে বীণাপাণির আগমনে মাছ ধরার ইতিহাস, মনস্কামনা পূরণে ছুটে আসেন ভক্তরা

Last Updated:

Saraswati Puja 2026: মেদিনীপুর শহরের বল্লভপুর এলাকায় রয়েছে সুপ্রাচীন একটি সরস্বতী মন্দির। প্রায় দুই শতাব্দী ধরে এখানে পূজিত হন বিদ্যার দেবী। মৎস্যজীবীদের জালে ধরা পড়া বাঁশ দিয়ে তৈরি বিশেষ এক মাছ ধরার সরঞ্জাম থেকেই এই পুজোর প্রচলন শুরু।

+
বল্লভপুরের

বল্লভপুরের প্রাচীন মন্দিরে দু'শো বছরের সরস্বতী পুজো

মেদিনীপুর, রঞ্জন চন্দ: বিদ্যার দেবী সরস্বতীর আরাধনায় রাজ্যজুড়ে মেতে ওঠেন ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষা অনুরাগী মানুষজন। বিদ্যালয়, কলেজ, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন ক্লাব সংগঠনের উদ্যোগে সরস্বতী পুজো এখন একদিনের আনন্দ উৎসবে পরিণত হয়েছে। সকাল থেকেই পুষ্পাঞ্জলি, খাতা-কলম পুজো আর সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখর থাকে চারপাশ। তবে এই অস্থায়ী পুজোর আড়ালেই রাজ্যের হাতে গোনা কয়েকটি স্থানে রয়েছে প্রাচীন সরস্বতী মন্দির। যার মধ্যে অন্যতম পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের বল্লভপুর এলাকার সুপ্রাচীন সরস্বতী মন্দির।
শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে দেবী বীণাপাণির আগমনের মধ্য দিয়ে শুরু হয় পুজো। প্রায় দুই শতাব্দী ধরে একই নিয়ম ও নিষ্ঠার সঙ্গে এই মন্দিরে সরস্বতী পুজো হয়ে আসছে। স্থানীয় সূত্রে জানা যায়, মৎস্যজীবীদের জালে ধরা পড়া বাঁশ দিয়ে তৈরি বিশেষ এক মাছ ধরার সরঞ্জাম থেকেই এই পুজোর প্রচলন শুরু হয়েছিল। সময়ের সঙ্গে সঙ্গে এলাকাবাসীর উদ্যোগে এই পুজো একটি পূর্ণাঙ্গ ঐতিহ্যের রূপ নেয়।
advertisement
আরও পড়ুনঃ সকালে কাজে এসে ছাঁটাইয়ের নোটিস! রাতারাতি বসিয়ে দেওয়া হল ৫০ জন কর্মীকে, হাওড়া জুট মিলের বাইরে বিক্ষোভ
এখানে দেবীর আরাধনা শুধু একদিনের মধ্যেই সীমাবদ্ধ নয়। সরস্বতী পুজোর দিন থেকে শুরু করে একাধিক আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে পূজিত হন বিদ্যার দেবী। ভীম একাদশীর পরে নিয়ম মেনে মৃন্ময়ী প্রতিমার বিসর্জন দেওয়া হয়। পুজো উপলক্ষে দেবীর প্রসাদেও থাকে নানা বৈচিত্র্য। মনস্কামনা জানাতে ছাত্রছাত্রীদের পাশাপাশি দূরদূরান্ত থেকে বহু মানুষ ভিড় জমান এই মন্দিরে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বর্তমানে এলাকাবাসীর উদ্যোগে প্রাচীন এই মন্দিরের সংস্কার কাজ হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে দেবীর একটি স্থায়ী প্রতিমা প্রতিষ্ঠার পরিকল্পনাও নেওয়া হয়েছে উদ্যোক্তাদের তরফে। আধুনিকতার ভিড়ে দাঁড়িয়েও প্রায় দুশো বছরের ইতিহাস ও সাবেকি রীতিকে আঁকড়ে ধরে আজও মেদিনীপুর শহরের এই সরস্বতী মন্দির স্মরণ করিয়ে দেয়-ঐতিহ্য আর বিশ্বাসের এক অনন্য অধ্যায়।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
দু'শো বছরের ঐতিহ্যে বিদ্যার আরাধনা! বল্লভপুরের প্রাচীন সরস্বতী মন্দিরে বীণাপাণির আগমনে মাছ ধরার ইতিহাস, মনস্কামনা পূরণে ছুটে আসেন ভক্তরা
Next Article
advertisement
West Bengal Weather Update: মাঘে কমবে শীত ! কতটা বাড়বে রাজ্যের তাপমাত্রা? দেখে নিন
মাঘে কমবে শীত ! কতটা বাড়বে রাজ্যের তাপমাত্রা? দেখে নিন
  • মাঘে কমবে শীত !

  • কতটা বাড়বে রাজ্যের তাপমাত্রা?

  • দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দু’দিনে রাতে ২ থেকে ৩ ডিগ্রি পারদ চড়বে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement