​East Bardhaman News: কোভিডের চেয়েও ভয়ঙ্কর নিপা ভাইরাস, বর্ধমানে ১০৩ জনকে হোম আইসোলেশনের নির্দেশ 

Last Updated:

হোম কোয়ারেন্টাইনের সংখ্যা ৮২ থেকে বেড়ে ১০৩ ! খেজুর রস কাঁচা না খাওয়ারই পরামর্শ দিচ্ছেন জেলা স্বাস্থ্য আধিকারিক, মাস্ক ব্যবহার করার জন্য সচেতন করা হচ্ছে সকলকে।

হাসপাতালের ছবি
হাসপাতালের ছবি
পূর্ব বর্ধমান, সায়নী সরকার: হোম কোয়ারেন্টাইনের সংখ্যা ৮২ থেকে বেড়ে ১০৩ ! কীভাবে সংক্রমণ হচ্ছে, সেই বিষয়ে এখনও নিশ্চিত হওয়া না গেলেও খেজুর রস কাঁচা খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। নিপা ভাইরাসে নার্সের আক্রান্ত হওয়ার ঘটনায় শুক্রবার পর্যন্ত চিকিৎসক, নার্স, স্বাস্থকর্মী ও পরিবারের সদস্য-সহ মোট ১০৩ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জেলা মুখ্য স্বাস্থ্যাধিকারিক জয়রাম হেমব্রম।
জেলা মুখ্য স্বাস্থ্যাধিকারিক জয়রাম হেমব্রম জানিয়েছেন, ” বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের যে হাউস স্টাফ রোগীর ক্লোজ কন্ট্যাক্টে ছিলেন, তাঁকে কলকাতার বেলেঘাটা আইডি-তে ভর্তি করা হয়েছে। তাঁর পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। একই সঙ্গে তিনি জানিয়েছেন, এখনও পর্যন্ত যে ৮০ জনের স্যাম্পেল পাঠানো হয়েছিল তার মধ্যে ১৮ জনের রিপোর্ট ইতিমধ্যেই চলে এসেছে। এই ১৮ জনের মধ্যে ১৪ জন বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের, ৪ জন কাটোয়া হাসপাতালের। প্রত্যেকেরই রিপোর্ট নেগেটিভ এসেছে। এটা স্বস্তির কারণ।”
advertisement
তিনি জানান, প্রথম দিন ৪৮ জন, দ্বিতীয় দিন ৮২ জন ছিলেন হোম কোয়েন্টাইনে। এখনও পর্যন্ত রোগীর সংস্পর্শে এসেছেন এমন ১০৩ জনের তালিকা তৈরি করা হয়েছে। তাঁদের প্রত্যেককেই হোম কোয়েন্টাইনে থাকতে বলা হয়েছে।
advertisement
প্রসঙ্গত,মুখ্য স্বাস্থ্যাধিকারিক জানিয়েছেন, এখনও তাঁরা নিশ্চিত নন কীভাবে সংক্রমণ ছড়িয়েছে। তবে খেজুর রস কাঁচা না খাওয়াই ভাল। তিনি আরও জানান, নিপা কোভিডের মতো অতটা সংক্রামক নয়, তবে কোভিডের থেকে বেশি ভয়ঙ্কর। এই পরিস্থিতি আতঙ্ক বাড়ানোর পরিস্থিতি নয়। তবে এ’ব্যাপারে সচেতনতা দরকার। উল্লেখ্য, ইতিমধ্যেই বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আসা প্রত্যেককে মাস্ক ব্যবহার করার জন্য বলা হয়েছে। হাসপাতালের চিকিৎসক, নার্স এবং হাসপাতালের কর্মীরা ইতিমধ্যেই মাস্ক ব্যবহার শুরু করেছেন।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
​East Bardhaman News: কোভিডের চেয়েও ভয়ঙ্কর নিপা ভাইরাস, বর্ধমানে ১০৩ জনকে হোম আইসোলেশনের নির্দেশ 
Next Article
advertisement
Mahakal Temple at Siliguri: বিশ্বের উচ্চতম মহাকাল মূর্তি, উচ্চতা ২১৬ ফুট! আর কী কী থাকছে শিলিগুড়ির মহাকাল মহাতীর্থে? শিল্যান্যাস করে জানালেন মমতা
বিশ্বের উচ্চতম মহাকাল মূর্তি, উচ্চতা ২১৬ ফুট! আর কী কী থাকছে শিলিগুড়ির মহাকাল মহাতীর্থে?
  • শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী৷

  • বিশ্বের উচ্চতম মহাকাল মূর্তি থাকবে এই মন্দিরে৷

  • ১৭.৪ একর জমির উপরে গড়ে উঠবে মহাকাল মহাতীর্থ৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement