advertisement

Crime News: স্ত্রীকে ঘরে ফেরানো নিয়ে বিবাদ, মগরাহাটে মাকে খুনের অভিযোগে গ্রেফতার ছেলে

Last Updated:

Crime News: দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের গোকর্ণী এলাকায় মাকে খুন করে পলাতক ছেলে। ছেলেকে ধামুয়া এলাকা থেকে গ্রেফতার করল মগরাহাট থানার পুলিশ। ধৃত আতাউল্লাহ গাজীকে আজ আদালতে পেশ করবে মগরাহাট থানার পুলিশ।

তিনি আরও দাবি করেন, প্রায় ১৫ দিন আগেও তাঁকে হুমকি দেওয়া হয়েছিল। পালসার বাইকে  চড়ে দু’জন এসেছিল।  তিনি আলো জ্বালালে কিছু লোক আপত্তি করে। সেই কারণেই তাঁকে প্রথমে হুমকি, পরে মারধর এবং শেষে পা কেটে দেওয়া হয়েছে। এই বক্তব্যের ভিত্তিতে পুলিশ প্রথমে খুনের চেষ্টা মামলা রুজু করে তদন্ত শুরু করে।
তিনি আরও দাবি করেন, প্রায় ১৫ দিন আগেও তাঁকে হুমকি দেওয়া হয়েছিল। পালসার বাইকে চড়ে দু’জন এসেছিল। তিনি আলো জ্বালালে কিছু লোক আপত্তি করে। সেই কারণেই তাঁকে প্রথমে হুমকি, পরে মারধর এবং শেষে পা কেটে দেওয়া হয়েছে। এই বক্তব্যের ভিত্তিতে পুলিশ প্রথমে খুনের চেষ্টা মামলা রুজু করে তদন্ত শুরু করে।
আনিশ উদ্দিন মোল্লা, ডায়মন্ড হারবার: দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের গোকর্ণী এলাকায় মাকে খুন করে পলাতক ছেলে। ছেলেকে ধামুয়া এলাকা থেকে গ্রেফতার করল মগরাহাট থানার পুলিশ। ধৃত আতাউল্লাহ গাজীকে আজ আদালতে পেশ করবে মগরাহাট থানার পুলিশ।
আরও পড়ুনঃ রাত ৩টেয় মিটল OTP সমস্যা, সকাল থেকেই ভোটার তালিকা প্রিন্ট শুরু জেলাজুড়ে
পুলিশ সূত্রে জানা যায়, মগরাহাট থানার গোকর্নি এলাকার বাসিন্দা আতাউল্লাহ গাজীর প্রায় চার মাস আগে বিবাহ হয় পারিবারিক কারণে স্ত্রী বাপের বাড়ি চলে যায়। আতাউল্লাহ গাজী মানসিকভাবে অসুস্থ। তার চিকিৎসাও চলছিল। স্ত্রীকে নিজের বাড়িতে আনার জন্য মা-এর উপর চাপ দিচ্ছিল আতাউল্লাহ। স্ত্রীকে বাড়িতে না আনায় মায়ের উপর রাগ জমেছিল তার।
advertisement
advertisement
পুলিশি জিজ্ঞাসাবাদে অভিযুক্ত জানায়, অনেকদিন আগে থেকেই তার মাকে খুনের পরিকল্পনা করেছিল সে শুক্রবার বাড়ি ফাঁকা থাকায় আগে থেকে লুকিয়ে রাখা ধারালো অস্ত্র দিয়ে তার নিজের মাকে কুপিয়ে খুন করে। খুনের পর নদিয়া এলাকায় পালিয়েছিল অভিযুক্ত। পরে আবার ধামুয়া এলাকায় এসে গা ঢাকা দিলে মগরাহাট থানার পুলিশ ধামুয়া থেকে তাকে গ্রেফতার করে। ধৃত আতাউল্লাহ গাজিকে ডায়মন্ডহারবার আদালতে পেশ করা হবে আজ।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Crime News: স্ত্রীকে ঘরে ফেরানো নিয়ে বিবাদ, মগরাহাটে মাকে খুনের অভিযোগে গ্রেফতার ছেলে
Next Article
advertisement
West Bengal Weather Update: রাজ্যে পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী, বেলা বাড়লেই ঠান্ডা উধাও ! রবি ও সোমবার আরও বাড়বে তাপমাত্রা
রাজ্যে পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী, বেলা বাড়লেই ঠান্ডা উধাও ! রবি ও সোমবার আরও বাড়বে তাপমাত্রা
  • ধীরে ধীরে এবার রাজ্যে তাপমাত্রা ঊর্ধ্বমুখী

  • বেলা বাড়লেই ঠান্ডা উধাও !

  • রবি ও সোমবার আরও বাড়বে তাপমাত্রা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement