Bangla News: ঘোড়ার পিঠের সওয়ারি মরণ কামড়! টেনেহিঁচড়ে নিয়ে গেল কয়েকশো মিটার! ক্যানিংয়ের হাড়হিম ঘটনা জানুন
- Reported by:Suman Saha
- hyperlocal
- Published by:Shubhagata Dey
Last Updated:
Bangla News: ঘোড়দৌড়ের সময় ঘটে গেল এক হাড়হিম ঘটনা। একটি ঘোড়া অপর একটি ঘোড়া সওয়ারিকে কামড় দিয়ে চলন্ত অবস্থায় কয়েকশো মিটার পর্যন্ত টেনে নিয়ে গেল। আর এমন ঘটনায় শোরগোল পড়ে গেছে ওই এলাকায়।
ক্যানিং, সুমন সাহা: ক্যানিং থানার অন্তর্গত আমতলা মাস্টারপাড়া এলাকায় মঙ্গলবার ছিল ঘোড়দৌড়। আর সেই ঘোড়দৌড়ের সময় ঘটে গেল এক হাড়হিম ঘটনা। একটি ঘোড়া অপর একটি ঘোড়া সওয়ারিকে কামড় দিয়ে চলন্ত অবস্থায় কয়েকশো মিটার পর্যন্ত টেনে নিয়ে গেল। মর্মান্তিক এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়…আর সেই দৃশ্য বন্দি হয়েছে দর্শকদের ক্যামেরায়।
তবে এই ঘটনায় গুরুতর আহত হয়েছে ঘোড়া সওয়ারি নাবালক। ওই নাবালককে উদ্ধার করে স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতা এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তবে ঘোড়ার এমন আচরণে হতভম্ব সবাই। এ প্রসঙ্গে স্থানীয় এক বাসিন্দা তিনি বলেন, “আগে বহুবার বিভিন্ন জায়গায় ঘোড়দৌড় দেখেছি। বিগত কয়েক বছর ধরে এই এলাকাতেও ঘোড়দৌড় হয়। এই ধরনের ঘটনা নজিরবিহীন।
advertisement
আরও পড়ুনঃ ভিড়ের এড়িয়ে পাহাড়ের শান্ত ঠিকানা, শিলিগুড়ি থেকে পকরি বং, অফবিট পর্যটনের নতুন গন্তব্য
এদিন একটা ঘোড়া আরেকটি ঘোড়ার সওয়ারিকে কামড় দিয়ে তার ঘোড়া থেকে নামিয়ে নেয় এবং তারপর বেশ খানিকটা টেনে নিয়ে যায়। সবই ঠিকঠাক ছিল, কিন্তু কেন ওই একটি ঘোড়া হঠাৎ কামড়ে দিল তা বুঝে উঠতে পারছেন না কেউই। যদিও যে নাবালককে ঘোড়াটি কামড়ে ধরেছিল, সেই লাগাম ধরে রেখেছিল। সেই কারণে বিপদ কিছুটা হলেও কম হয়েছে। এরপর তড়িঘড়ি মেলা কমিটির সদস্যরা থাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে। ঘোড়ার কামড়ে নাবালকের পা ক্ষতবিক্ষত হয়েছে। পায়ের একটি অংশ থেকে মাংস উঠে এসেছে। মেলা কমিটির তরফ থেকে জানানো হয়েছে, ওই সওয়ারির চিকিৎসার সব রকমের ব্যবস্থা করা হবে।
advertisement
Location :
North Twenty Four Parganas,West Bengal
First Published :
Jan 15, 2026 11:29 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Bangla News: ঘোড়ার পিঠের সওয়ারি মরণ কামড়! টেনেহিঁচড়ে নিয়ে গেল কয়েকশো মিটার! ক্যানিংয়ের হাড়হিম ঘটনা জানুন








