Jhargram News: শ্বশুরবাড়িতে থাকতেন, করতেন প্রচুর মদ্যপান, রবিবার সকালে চাষের জমিতে উদ্ধার রবিন্দ্র দাসের দেহ
- Published by:Pooja Basu
- local18
Last Updated:
আজ, রবিবার, সকালে তার মৃত দেহ চাষের জমিতে উদ্ধার হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করা হয়৷ তারপর ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
ঝাড়গ্রাম: ঝাড়গ্রামের মানিকপাড়া ৭ নং অঞ্চলের ভেটলি গ্রামের চাষের জমিতে এক ব্যক্তির মৃত দেহ উদ্ধার হয়েছে। মৃত ব্যক্তির নাম রবিন্দ্র দাস৷ যিনি জয়পুরের শ্বশুরবাড়িতে থাকতেন। তিনি সাঁকরাইলের কাটনিমারার বাসিন্দা ছিলেন এবং শ্বশুরের জমিতে চাষবাস করতেন। তিনি প্রচুর মদ্যপান করতেন বলে জানা গেছে।
গতকাল, শনিবার, তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন, কিন্তু আর বাড়ি ফেরেননি। ফলে সকলের চিন্তা হয়৷ আজ, রবিবার, সকালে তার মৃত দেহ চাষের জমিতে উদ্ধার হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করা হয়৷ তারপর ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। কীভাবে মৃত্যু হয়েছে তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। কীভাবে তার মৃত্যু হয়েছে, তা জানার চেষ্টা চলছে৷ অত্যাধিক মদ্যপানের জন্য এভাবে মৃত্যু হল কিনা, তাও স্পষ্ট নয়৷
advertisement
advertisement
অন্যদিকে রবিবার সকালেই নিউটাউনে দ্রুত গতির স্কুটি দুর্ঘটনায় প্রাণ গেল এক যুবকের। হেলমেট ব্যবহার না করা এবং অতিরিক্ত গতি—দু’টিই এই মৃত্যুর ক্ষেত্রে বড় কারণ বলে প্রাথমিক ভাবে অনুমান করছে পুলিশ। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এদিন সকালে নিউটাউনের বিশ্ববাংলা গেটের দিক থেকে একটি স্কুটি নিয়ে আকাঙ্খা মোড়ের দিকে যাচ্ছিলেন তিনি। ইকোপার্কের এক নম্বর গেট ও দুই নম্বর গেটের মাঝামাঝি এলাকায় আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ডিভাইডারে ধাক্কা মারেন। ধাক্কার অভিঘাতে তিনি ছিটকে পড়েন এবং মাথা ও বুকে গুরুতর আঘাত লাগে। ঘটনাস্থলেই প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যায়। তবে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে আরও জানানো হয়েছে, অত্যন্ত দ্রুত গতিতে স্কুটি চালানোর কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে। ডিভাইডারে ধাক্কা মারার পর রেলিংয়ে ছিটকে পড়েন তিনি। মৃত যুবকের নাম ত্রিদিপ চৌধুরী। তাঁর বাড়ি বাগুইআটি এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
advertisement
রাজু সিং
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 25, 2026 12:17 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Jhargram News: শ্বশুরবাড়িতে থাকতেন, করতেন প্রচুর মদ্যপান, রবিবার সকালে চাষের জমিতে উদ্ধার রবিন্দ্র দাসের দেহ









