Bangladesh Violence: বাংলাদেশে ফের সংখ্যালঘু যুবককে ঘুমন্ত অবস্থায় পুড়িয়ে খুন! পরিবারের দাবি, পরিকল্পনা করে মারা হয়েছে ছেলেকে
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Bangladesh Violence: এক ভয়াবহ ঘটনায়, ২৩ জানুয়ারি শুক্রবার রাতে বাংলাদেশের নরসিংডিতে চঞ্চল ভৌমিক নামে ২৩ বছর বয়সি যুবককে তাঁর দোকানের ভিতরে ঘুমন্ত অবস্থায় পুড়িয়ে হ*ত্যা করা হয়।
নরসিংডি: ফের বাংলাদেশে সংখ্যালঘুকে পুড়িয়ে খুন করার অভিযোগ। এক ভয়াবহ ঘটনায়, ২৩ জানুয়ারি শুক্রবার রাতে বাংলাদেশের নরসিংডিতে চঞ্চল ভৌমিক নামে ২৩ বছর বয়সি যুবককে তাঁর দোকানের ভিতরে ঘুমন্ত অবস্থায় পুড়িয়ে হত্যা করা হয়।
হামলাকারী দোকানের শাটার বন্ধ করে, পেট্রোল ঢেলে এবং ভবনে আগুন ধরিয়ে দেয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চঞ্চলকে পুড়িয়ে মারার আগ পর্যন্ত অপরাধী বাইরেই ছিলেন এবং তারপর ঘটনাস্থল থেকে পালিয়ে যান। চঞ্চল তাঁর পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন, তাঁর অসুস্থ মা, প্রতিবন্ধী বড় ভাই এবং বাবার মৃত্যুর পর এক ছোট ভাইয়ের দেখাশোনা করতেন। তিনি গত ছয় বছর ধরে নরসিংডির একটি স্থানীয় গ্যারেজে কাজ করছিলেন এবং সেখানেই বসবাস করছিলেন।
advertisement
আরও পড়ুন: মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর, নজর ২৭ জানুয়ারিতে, পড়ুয়ারা জানুন
স্থানীয় বাসিন্দা এবং গ্যারেজ মালিক চঞ্চলকে একজন সরল ও সৎ যুবক হিসেবে বর্ণনা করেছেন যাঁর কোনও শত্রুতা নেই। পরিবার এবং প্রতিবেশী উভয়ই বিশ্বাস করেন যে হত্যাকাণ্ডটি পূর্বপরিকল্পিত এবং ধর্মীয় বিদ্বেষ থেকে অনুপ্রাণিত হতে পারে। অতীতে একই ধরনের হামলা, যার মধ্যে রয়েছে দীপু চন্দ্র দাস এবং খোকন চন্দ্র দাসের অগ্নিদগ্ধ মৃত্যু। এই ঘটনাগুলি সারা দেশের হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি করেছে।
advertisement
advertisement
আরও পড়ুন: জেলেই প্রেমে পড়ল খুনের দুই আসামী, এবার প্যারোলে বেরিয়ে বিয়ের তোড়জোড়! চমকে দেওয়া কাণ্ড
৩১ ডিসেম্বর বাংলাদেশের শরীয়তপুর জেলায় একদল জনতার আক্রমণ ও আগুন ধরিয়ে দেওয়ার পর বাঙালি হিন্দু ব্যবসায়ী খোকন দাস (৫০) মারা যান। বাড়ি ফেরার সময় ছোট ওষুধের দোকানের মালিক দাসকে ছুরিকাঘাত, মারধর এবং পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার পর হত্যা করা হয় বলে জানা গেছে। এর আগে, একদল জনতা পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা করে এবং তাঁকে নগ্ন করে তাঁর দেহে আগুন ধরিয়ে দেয়। সেই ভিডিও থেকে তোলপাড় হয়েছিল সীমান্তের দুই পারের দেশ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 25, 2026 10:08 AM IST








