advertisement

Birbhum News: কলকাতায় বদলির অর্ডার, কিন্তু অঙ্কের শিক্ষককে ছাড়তে নারাজ ছাত্ররা, রণজয় স্যারের বদলিতে উত্তাল বীরভূম জেলা স্কুল, কারণটা কী?

Last Updated:

Birbhum News: শিক্ষক আর ছাত্রদের সম্পর্ক যে কতটা গভীর হতে পারে, তার এক অনন্য নজির দেখল বীরভূম জেলা স্কুল। স্কুলের জনপ্রিয় গণিত শিক্ষক রণজয় রায়ের বদলির নির্দেশ আসতেই বিক্ষোভে ফেটে পড়ল ছাত্ররা।

বীরভূম জেলা স্কুল
বীরভূম জেলা স্কুল
সিউড়ি, বীরভূম, সুদীপ্ত গড়াই: শিক্ষক আর ছাত্রদের সম্পর্ক যে কতটা গভীর হতে পারে, তার এক অনন্য নজির দেখল বীরভূম জেলা স্কুল। স্কুলের জনপ্রিয় গণিত শিক্ষক রণজয় রায়ের বদলির নির্দেশ আসতেই বিক্ষোভে ফেটে পড়ল ছাত্ররা। বিশেষ করে মাধ্যমিক পরীক্ষার্থীদের চোখেমুখে এখন প্রিয় শিক্ষককে হারানোর আতঙ্ক। সরকারি নির্দেশিকা অনুযায়ী, বীরভূম জেলা স্কুলের অঙ্কের শিক্ষক রণজয় রায়কে কলকাতার একটি স্কুলে বদলি করা হয়েছে। এই খবর চাউর হতেই স্কুল চত্বরে জমায়েত হয় কয়েকশো ছাত্র। তাদের দাবি একটাই রণজয় স্যারকে কোনওভাবেই স্কুল ছেড়ে যেতে দেওয়া যাবে না। হাতে লেখা পোস্টার আর ফেস্টুন নিয়ে স্কুল চত্বরে প্রতিবাদ জানায় দশম ও অষ্টম শ্রেণির ছাত্ররা।
দশম শ্রেণির ছাত্র দিব্যজ্যোতি গোস্বামী জানায়, ‘রণজয় স্যার আমাদের খুব প্রিয়। এই বছর আমাদের মাধ্যমিক, এই সময় স্যারের মতো একজন দক্ষ শিক্ষক চলে গেলে আমাদের অপূরণীয় ক্ষতি হয়ে যাবে। আমরা চাই সরকার এই বদলি বাতিল করে স্যারকে এখানেই রাখার ব্যবস্থা করুক।’ বিক্ষোভে শামিল অষ্টম শ্রেণির ছাত্র প্রেম পাল অভিযোগ করে যে, স্কুলে এমনিতেই শিক্ষকের অভাব রয়েছে। প্রায়ই কোনও না কোনও ক্লাস ফাঁকা যায়। তার কথায়, ‘রণজয় স্যার না থাকলে আমরা অঙ্ক কিছুই বুঝতে পারব না। একজন শিক্ষক কমে যাওয়া মানে স্কুলের পড়াশোনার মান আরও পড়ে যাওয়া।’
advertisement
আরও পড়ুন-শীত চলে গেলেও কড়াইশুঁটি খেতে চান? আজই করুন ছোট্ট ৩ কাজ, সারাবছর পাবেন টাটকা তাজা সবুজ মটর, রইল সিক্রেট ট্রিকস
এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক ও সহ-শিক্ষকদের দ্বারস্থ হয়েছিল ছাত্ররা। বাংলার শিক্ষক মুজিবুর রহমান জানান, সরকারি স্কুলে বদলি একটি স্বাভাবিক প্রক্রিয়া এবং তা সরকারি নির্দেশেই হচ্ছে। তিনি বলেন, ‘রণজয়বাবু এই স্কুলেরই প্রাক্তন ছাত্র ছিলেন। তিনি তিনবার কলেজে অধ্যাপনার সুযোগ পেলেও স্কুলের টানে যাননি। তাঁর প্রতি ছাত্রদের এই আবেগ স্বাভাবিক। তবে এটি সরকারি অর্ডার, তাই আমাদের করার কিছু নেই।’
advertisement
advertisement
আরও পড়ুন-নতুন বছরে কাঁপবে দুনিয়া…! শনির রাশিতে সূর্য-মঙ্গল-বুধ-শুক্রের বিরল রাজযোগ, ৬ রাশির পোয়া বারো, ফেব্রুয়ারিতে ভাগ্য খুলবে কাদের
যদিও স্কুল সূত্রে খবর, রণজয় রায়ের জায়গায় অন্য একজন অঙ্কের শিক্ষক জয়েন করবেন। এমনকি স্কুলের শূন্যপদ পূরণে আরও একজন অতিরিক্ত অঙ্ক শিক্ষক আসার কথা রয়েছে। তবে ছাত্রদের দাবি, অঙ্ক বোঝার ক্ষেত্রে রণজয় স্যারের যে সাবলীল পদ্ধতি এবং ছাত্রদের সঙ্গে তাঁর যে আত্মিক টান, তা অন্য কেউ পূরণ করতে পারবে না।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Birbhum News: কলকাতায় বদলির অর্ডার, কিন্তু অঙ্কের শিক্ষককে ছাড়তে নারাজ ছাত্ররা, রণজয় স্যারের বদলিতে উত্তাল বীরভূম জেলা স্কুল, কারণটা কী?
Next Article
advertisement
Gold Price To Hit Rs 9 Lakh Rupees: ৯ লাখ টাকা হবে ১ ভরি সোনার দাম ? কবে ?
৯ লাখ টাকা হবে ১ ভরি সোনার দাম ? কবে ?
  • প্রতি ভরি সোনার দাম ৯ লাখ ?

  • সোনার দামের পূর্বাভাস ৷

  • কোথায় গিয়ে থামবে সোনার দাম ?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement