Birbhum News: এমার্জেন্সি গেট খুলে বাস থেকে ছিটকে রাস্তায় শিশু! জয়দেব মেলা দেখতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, শোকে বিহ্বল পরিবার
- Reported by:Supratim Das
- local18
- Published by:Madhab Das
Last Updated:
Birbhum News: মকর সংক্রান্তি উপলক্ষে মঙ্গলবার বিকাল থেকে শুরু হওয়া জয়দেব মেলা দেখতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনার কবলে বীরভূমের পরিবার। যে ঘটনা রীতিমতো প্রশ্ন তুলছে বাসের যাত্রীদের নিরাপত্তা নিয়ে।
সুপ্রতিম দাস, সিউড়ি, বীরভূম: মকর সংক্রান্তি উপলক্ষে মঙ্গলবার বিকাল থেকে শুরু হওয়া জয়দেব মেলা দেখতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনার কবলে বীরভূমের পরিবার। যে ঘটনা রীতিমতো প্রশ্ন তুলছে বাসের যাত্রীদের নিরাপত্তা নিয়ে। কেননা মর্মান্তিক এই দুর্ঘটনায় বাসের এমার্জেন্সি গেট খুলে যাওয়াই বাস থেকে রাস্তায় পড়ে প্রাণ গেল ছয় বছর বয়সী এক শিশুর।
বৃহস্পতিবার বীরভূমের মহম্মদ বাজার থানা এলাকার কাপিষ্টার এক পরিবার চার জন মিলে জয়দেব মেলা দেখতে যাওয়ার উদ্দেশ্যে সিউড়ি থেকে রওনা দেয়। তারা সিউড়ি থেকে একটি বেসরকারি বাস ধরেছিলেন মেলা যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু সিউড়ি শেষ হওয়ার মুখে ১৪ নম্বর জাতীয় সড়ক লাগোয়া এলাকায় অর্থাৎ রবীন্দ্রপল্লীর সিউড়ি-দুবরাজপুর রোডে আচমকা ওই বাসের এমার্জেন্সি গেট খুলে যায়। আর তখনই বাস থেকে ওই শিশু ছিটকে রাস্তায় পড়ে এবং ওই বাসেরই পিছনের চাকায় সে পিষ্ট হয়।
advertisement
advertisement
এমন মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ওই শিশুর নাম সূর্য দাস বলেই জানা গিয়েছে পরিবার সূত্রে। দুর্ঘটনার খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় সিউড়ি থানার পুলিশ এবং তারা মৃত শিশুকে উদ্ধার করে সিউড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যায়। অন্যদিকে দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে চম্পট দেয় বাসের চালক ও খালাসি।
advertisement
ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠছে যাত্রী নিরাপত্তা নিয়ে। অভিযোগ, ঠিকঠাক এমার্জেন্সি গেটের লক না লাগানোর কারণেই এমন দুর্ঘটনা। পুরো ঘটনা খতিয়ে দেখছে সিউড়ি থানার পুলিশ। অন্যদিকে এমন মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে ক্ষোভ উগড়ে দেন এলাকার বাসিন্দারাও।
Location :
Birbhum,West Bengal
First Published :
Jan 15, 2026 1:09 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Birbhum News: এমার্জেন্সি গেট খুলে বাস থেকে ছিটকে রাস্তায় শিশু! জয়দেব মেলা দেখতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, শোকে বিহ্বল পরিবার








