Murshidabad News: মাধ্যমিকের কয়েক দিন আগে মর্মান্তিক পরিণতি পরীক্ষার্থীর! সাগরপাড়ায় বাড়ির পিছনের মাঠে পড়ে কিশোরের রক্তাক্ত দেহ
- Reported by:Koushik Adhikary
- local18
- Published by:Tias Banerjee
Last Updated:
মুর্শিদাবাদের সাগরপাড়ায় মাধ্যমিক পরীক্ষার্থী সাহিন মন্ডল রক্তাক্ত অবস্থায় মৃত পাওয়া যায়, পুলিশ তদন্ত শুরু করেছে, পরিবার ও গ্রামে শোকের ছায়া।
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: মুর্শিদাবাদের সাগরপাড়ায় চাঞ্চল্যকর ঘটনায় মাধ্যমিক পরীক্ষার কয়েক দিন আগে এক মাধ্যমিক পরীক্ষার্থীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। সাগরপাড়া থানার খয়রামারি পঞ্চায়েতের পাঝরাপাড়া পশ্চিমপাড়া এলাকায় ওই কিশোরের বাড়ির পিছনের মাঠে সরিষার জমির মধ্যে দেহ পড়ে থাকতে দেখা যায়। দেহ উদ্ধারের খবর ছড়াতেই এলাকায় ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
পুলিশ জানিয়েছে, মৃত কিশোরের নাম সাহিন মন্ডল, বয়স ১৬ বছর। তিনি এবছর মাধ্যমিক পরীক্ষার্থী ছিলেন। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। পরিবারের সদস্যদের দাবি, কারও সঙ্গে সাহিনের কোনও শত্রুতা ছিল না। মৃত কিশোরের বাবা রমজান মন্ডল জানিয়েছেন, তাঁদের একমাত্র সন্তানকে হারিয়ে পরিবার সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে।
advertisement
advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালে এক ব্যক্তি সরিষার জমিতে দেহ পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। সেই চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে দেহ দেখতে পান এবং পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
advertisement
এই ঘটনার পর গোটা পরিবার এবং গ্রামজুড়ে কান্নার রোল নেমে এসেছে। মুর্শিদাবাদ পুলিশ জেলার এক আধিকারিক জানিয়েছেন, মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি এই মৃত্যুর পিছনে কোনও রহস্য রয়েছে কি না, তা-ও পরীক্ষা করে দেখা হবে। প্রয়োজনে মাধ্যমিক পরীক্ষার্থী সাহিনের বন্ধুদের জিজ্ঞাসাবাদ করা হবে বলেও পুলিশ জানিয়েছে।
Location :
Murshidabad,West Bengal
First Published :
Jan 20, 2026 5:57 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Murshidabad News: মাধ্যমিকের কয়েক দিন আগে মর্মান্তিক পরিণতি পরীক্ষার্থীর! সাগরপাড়ায় বাড়ির পিছনের মাঠে পড়ে কিশোরের রক্তাক্ত দেহ









