Bankura News: অডিটোরিয়ামকে বুড়ো আঙুল দেখিয়ে শ্মশান হল নাটকের মঞ্চ, একদল জেদি তরুণের অভিনয়ে কাঁপল বাঁকুড়া

Last Updated:

Bankura News: অডিটোরিয়ামের বাইরে বেরিয়ে শুশুনিয়ার তরুণ-তরুণীরা শ্মশানকেই বেছে নিয়েছেন সংস্কৃতি চর্চার মঞ্চ হিসেবে।

+
পলাশতলা

পলাশতলা মহাশ্মশান

বাঁকুড়া, নীলাঞ্জন বন্দোপাধ্যায়: যেখানে নীরবতা আর শেষ বিদায়ের প্রতীক শ্মশান, সেখানেই এবার গড়ে উঠল সংস্কৃতির মঞ্চ। বাঁকুড়া শহরে অডিটোরিয়াম ও রবীন্দ্র ভবনের মত পরিকাঠামো থাকা সত্ত্বেও শুশুনিয়ার একদল তরুণ-তরুণী বেছে নিলেন এক ব্যতিক্রমী স্থান, পলাশতলা মহা শ্মশান। সেখানেই অনুষ্ঠিত হল জঙ্গল থিয়েটার। ভাবনার কেন্দ্রে ছিল একটাই দর্শন, “যেখানেই দাঁড়াব, সেখানেই মঞ্চ।”
শীতের সন্ধ্যা, মাথার ওপরে খোলা আকাশ আর চারপাশে শ্মশানের পরিবেশ। সবমিলিয়ে পরিস্থিতি মোটেই সহজ ছিল না। কিন্তু সেই সব বাধাকে তুচ্ছ করে সাধারণ মানুষের উন্মাদনা চোখে পড়ার মত ছিল। নাটক দেখতে শ্মশানে ভিড় জমালেন বহু মানুষ। কোনও আলো ঝলমলে মঞ্চ নয়, কোনও দামি সেট বা পর্দা নয়, তবুও অভিনয়ের টানেই দর্শকরা উপভোগ করলেন এক অন্যরকম থিয়েটার অভিজ্ঞতা।
advertisement
আরও পড়ুন: জয়নগরে যন্ত্রণার রাজত্ব, রাস্তায় আটকে অ্যাম্বুলেন্স থেকে পুলিশের গাড়ি! একবার ঢুকলে বেরোতে দম ছুটে যাবে
এই উদ্যোগের নেপথ্যে থাকা তরুণ-তরুণীরা জানালেন, বড় অডিটোরিয়াম ভাড়া করার মত আর্থিক সামর্থ্য তাঁদের নেই। কিন্তু তার মানে এই নয় যে তাঁদের স্বপ্ন বা প্রতিভার অভাব রয়েছে। গল্প বলার ক্ষমতা, অভিনয়ের শক্তি আর সাহসিকতাকে সম্বল করেই তাঁরা শ্মশানের বুকে মঞ্চ তৈরি করেছেন। সীমাবদ্ধতাকেই শক্তিতে পরিণত করে তাঁরা প্রমাণ করলেন, সংস্কৃতির জন্য বিলাসিতা নয়, দরকার কেবল উৎসাহ।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সংস্কৃতিপ্রেমীদের মতে, এই জঙ্গল থিয়েটার শুধু নাটক নয়, এটি এক প্রতিবাদ। বাণিজ্যিকতার বিরুদ্ধে, সীমাবদ্ধতার বিরুদ্ধে। পলাশতলা মহা শ্মশানে এই অভিনয় যেন মৃত্যুর মাঝেই জীবনের বার্তা দিল। শুশুনিয়ার এই তরুণদের সাহসী উদ্যোগ দেখিয়ে দিল, সত্যিকারের শিল্পের জন্য কোনও নির্দিষ্ট মঞ্চ লাগে না, শুধু লাগে সাহস, ভাবনা আর মানুষের কাছে পৌঁছনোর ইচ্ছা।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Bankura News: অডিটোরিয়ামকে বুড়ো আঙুল দেখিয়ে শ্মশান হল নাটকের মঞ্চ, একদল জেদি তরুণের অভিনয়ে কাঁপল বাঁকুড়া
Next Article
advertisement
West Bengal Weather Update: মাঘে কমবে শীত ! কতটা বাড়বে রাজ্যের তাপমাত্রা? দেখে নিন
মাঘে কমবে শীত ! কতটা বাড়বে রাজ্যের তাপমাত্রা? দেখে নিন
  • মাঘে কমবে শীত !

  • কতটা বাড়বে রাজ্যের তাপমাত্রা?

  • দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দু’দিনে রাতে ২ থেকে ৩ ডিগ্রি পারদ চড়বে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement