Bankura News: মাছের হ্যাচারিতে হঠাৎ দাউ দাউ করে আগুন! চোখের সামনে পুড়ে ছাই হাজার হাজার টাকার জিনিস, মাথায় হাত মালিকের
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
Bankura News: বাঁকুড়ায় হ্যাচারিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। চোখের সামনে ভস্মীভূত হয়ে যায় কয়েক হাজার টাকার জিনিস।
বাঁকুড়া, প্রিয়ব্রত গোস্বামীঃ বাঁকুড়ায় বিধ্বংসী অগ্নিকাণ্ড। রামসাগরে মাছের হ্যাচারিতে হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। মাছের খাবার ও ওষুধ রাখার জন্য খড়ের ছাউনি দেওয়া ঘর জ্বলতে থাকে।
আগুন জ্বলতে দেখে প্রাথমিকভাবে হ্যাচারি কর্তৃপক্ষ ও স্থানীয় মানুষ আগুন নেভানোর চেষ্টা চালায়। তবে আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে ছড়াতে শুরু করে। খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে ছুটে আসে ওন্দা থানার পুলিশ।
আরও পড়ুনঃ মদের আসরে বচসার মাঝেই গলায় কোপ! শ্যামনগরে খু*ন মাঝবয়সী ব্যক্তি, শীতের রাতে রক্তারক্তি কাণ্ড
বিধ্বংসী এই অগ্নিকাণ্ডে চোখের সামনে ভস্মীভূত হয়ে যায় হাজার হাজার টাকার মাছের ডিম পোনা উৎপাদনের ওষুধ ও খাবার। এদিন শর্ট সার্কিট থেকেই আগুন লাগে বলে অনুমান করছে হ্যাচারি কর্তৃপক্ষ।
advertisement
advertisement
এই বিষয়ে হ্যাচারির মালিক জয়দেব হাজরা বলেন, “আমি এখান থেকে বেরনোর কিছুক্ষণ পরেই এই ঘটনা ঘটে। স্থানীয় লোকজন ভেবেছিল আমি ভিতরে রয়েছি। ঘরের মধ্যে যা ছিল, সব কিছু পুড়ে গিয়েছে।”
কী কী ভস্মীভূত হয়েছে জিজ্ঞেস করায় জয়দেববাবু বলেন, “ভিতরে ৩০-৩৫ হাজার টাকার মাছের খাবার ছিল। এছাড়াও বেশ কিছু ওষুধ হাঁড়ি, বিছানা, পালঙ্ক সহ আরও বেশ কিছু জিনিস ছিল।” শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে বলে অনুমান করছেন ক্ষতিগ্রস্ত হ্যাচারির মালিক।
Location :
Bankura,Bankura,West Bengal
First Published :
Jan 21, 2026 9:07 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Bankura News: মাছের হ্যাচারিতে হঠাৎ দাউ দাউ করে আগুন! চোখের সামনে পুড়ে ছাই হাজার হাজার টাকার জিনিস, মাথায় হাত মালিকের











