Amrit Bharat Station Scheme: ভোল বদলে একেবারে নতুন রূপে ফারাক্কা স্টেশন! অমৃত ভারত স্টেশন প্রকল্পে কী কী হচ্ছে দেখুন
- Reported by:Tanmoy Mondal
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
Amrit Bharat Station Scheme: মুর্শিদাবাদ জেলার তিনটি স্টেশন সাজিয়ে তোলা হচ্ছে অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে। মুর্শিদাবাদ জেলার গুরুত্বপূর্ণ স্টেশন হল ফরাক্কা। আর সেই স্টেশনে এবার লাগছে আধুনিকতার ছোঁয়া।
মুর্শিদাবাদ, তন্ময় মণ্ডল: মুর্শিদাবাদ জেলার তিনটি স্টেশন সাজিয়ে তোলা হচ্ছে অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে। মুর্শিদাবাদ জেলার গুরুত্বপূর্ণ স্টেশন হল ফরাক্কা। আর সেই স্টেশনে এবার লাগছে আধুনিকতার ছোঁয়া। চলছে শেষ মুহূর্তের কাজ। স্টেশনে থাকছে ওয়াইফাই, স্টেশন ঘিরে মার্কেট কমপ্লেক্স, স্টেশনে বসার জায়গা আধুনিক, প্রবেশ পথ ও বাহির হওয়ার পথ আলাদা করে এক আধুনিক স্টেশন গড়ে তোলা হচ্ছে। যা স্বাধীনতার পর এরকম উদ্যোগ গ্রহণ করা হয়নি।
দেশের সব রাজ্যের সঙ্গে নিউ ফরাক্কা এই গুরুত্বপূর্ণ স্টেশনেই এই সুবিধা হবে। মুর্শিদাবাদ জেলায় খাগড়াঘাট স্টেশন, আজিমগঞ্জ, নিউ ফরাক্কা স্টেশনকে সাজিয়ে তোলা হচ্ছে অমৃত ভারত প্রকল্পের মধ্য দিয়ে।
advertisement
সূত্রের খবর, অমৃত ভারত প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ-সহ দেশের বিভিন্ন স্টেশনগুলির আমূল পরিবর্তন করা হয়েছে। প্ল্যাটফর্মের আধুনিকীকরণ, উন্নত আলোর ব্যবস্থা, বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য নানা ধরনের উন্নত সুবিধা এবং যাত্রীদের যাতায়াতের জন্য আরও বেশ কিছু আধুনিক ব্যবস্থা করা হয়েছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
নিউ ফরাক্কা স্টেশনটিকেও আধুনিক ভাবে পুনর্নির্মাণ করা হয়েছে। স্টেশনে একটি নতুন প্রবেশপথ ও ভবন নির্মিত হয়েছে। যেখানে রয়েছে টিকিট কাউন্টার, ওয়েটিং রুম, দুটি নতুন লিফট ইত্যাদি। প্ল্যাটফর্মের প্রতিটি বেঞ্চের মাথায় করা হয়েছে শেড। এ ছাড়াও বিশেষভাবে সক্ষম যাত্রীদের জন্য বিশেষ টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। ১২ মিটার চওড়া নতুন ফুট-ওভার ব্রিজ, লিফট, উভয় পাশের সার্কুলেটিং এরিয়া, ওয়েটিং হল, লাউঞ্জ, যাত্রীদের সুযোগ-সুবিধা, পার্কিং এরিয়া, স্টেশন মাস্টারের রুম এবং টিকিট কাউন্টার তৈরি করা হয়েছে।
Location :
Murshidabad,Murshidabad,West Bengal
First Published :
Jan 21, 2026 2:53 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Amrit Bharat Station Scheme: ভোল বদলে একেবারে নতুন রূপে ফারাক্কা স্টেশন! অমৃত ভারত স্টেশন প্রকল্পে কী কী হচ্ছে দেখুন








