advertisement

Alipurduar News: টাকা নিয়ে বিবাদ, মধ্যরাতে তুলকালাম! দুই গোষ্ঠীর লড়াই থামাতে গিয়ে আক্রান্ত খোদ পুলিশ, রণক্ষেত্র প্রমোদ নগর

Last Updated:

Alipurduar News: টাকা নিয়ে বিবাদ। দুই রাউডি গোষ্ঠীর মধ্যে হাতাহাতি। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।

মধ্যরাতের অশান্তি
মধ্যরাতের অশান্তি
আলিপুরদুয়ার, রাজকুমার কর্মকার: টাকা নিয়ে বিবাদ। দুই রাউডি গোষ্ঠীর মধ্যে মারপিট। দুই দুষ্কৃতী গোষ্ঠীর লড়াই। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। কিন্তু পুলিশের ওপরেও আক্রমণ। পুলিশের গাড়ি ভাঙচুর। রণক্ষেত্রের চেহারা নিল আলিপুরদুয়ার শহরের প্রমোদ নগর এলাকা। যদিও রাতভর এলাকায় পুলিশি টহলে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে।
অন্যদিকে ঘটনায় ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম হয়েছেন এক যুবক। তাঁকে জেলা হাসপাতাল থেকে কোচবিহারে রেফার করা হয়েছে। জানা গিয়েছে, আলিপুরদুয়ার শহরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ থামাতে গেলে পুলিশের গাড়িতে ভাঙচুর করা হয়েছে। শুক্রবার রাতে শহরের ১৮ নম্বর ওয়ার্ডে প্রমোদ নগর এলাকার ঘটনা। জানা গিয়েছে, গুরুতর জখম হওয়া যুবকের নাম কাজল দত্ত।
advertisement
আরও পড়ুন: ১০০ বছরের ইতিহাস এক ফ্রেমে বাঁধল পড়ুয়ারা, মডেলেই যেন জীবন্ত উত্তম কুমার! আবেগের জোয়ারে ভাসছে এলাকা
ধারালো অস্ত্রের কোপে জখম কাজলকে প্রথমে আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাকে কোচবিহার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পুলিশ বড় কর্তারা। সূত্রের খবর, এদিন পুরনো লেনদেন সংক্রান্ত বিবাদে স্থানীয় যুবক কাজল দত্তকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে একদল দুষ্কৃতী। অভিযোগ, জখম কাজল দত্ত আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় অপর গোষ্ঠীকে শাসাতে গেলে বিবাদ বাঁধে।
advertisement
advertisement
বিবাদ হাতাহাতিতে রুপান্তরিত হলে মাংস কাটার অস্ত্র দিয়ে কাজলকে আঘাত করে দুষ্কৃতীরা। পরে অন্যান্যরা জখম কাজলকে হাসপাতালে নিয়ে গেলে দুই গোষ্ঠীর মধ্যে ইট পাথর ছোড়াছুড়ি শুরু হয়। পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট পাথর ছুড়তে থাকে কিছু মানুষ। রাতেই পুলিশ কর্তারা ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।জেলা পুলিশ সুপার খন্ডবাহালে উমেশ গণপত বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।”
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Alipurduar News: টাকা নিয়ে বিবাদ, মধ্যরাতে তুলকালাম! দুই গোষ্ঠীর লড়াই থামাতে গিয়ে আক্রান্ত খোদ পুলিশ, রণক্ষেত্র প্রমোদ নগর
Next Article
advertisement
West Bengal Weather Update: আর জাঁকিয়ে শীত নয় দক্ষিণবঙ্গে, উত্তরের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা
আর জাঁকিয়ে শীত নয় দক্ষিণবঙ্গে, উত্তরের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা
  • আর জাঁকিয়ে শীত নয় দক্ষিণবঙ্গে

  • উত্তরের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা

  • ঘন কুয়াশায় সকালের দিকে দৃশ্যমানতা কম থাকবে উত্তরবঙ্গে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement