চলবে অতিরিক্ত বাস, ভাঙচুরে মিলবে ক্ষতিপূরণও, শুক্রবারের ধর্মঘট মোকাবিলায় তৎপর রাজ্য
Last Updated:
বামেদের ডাকা ধর্মঘটে পরিবহণ ব্যবস্থাকে সচল রাখতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার।
#কলকাতা: ১৩ এপ্রিল বামেদের ডাকা ধর্মঘটে পরিবহণ ব্যবস্থাকে সচল রাখতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। শিয়ালদহ-ধর্মতলা থেকে বিশেষ বাসের পাশাপাশি বাড়তি বাস চালাবে পরিবহণ নিগম। ধর্মঘটে বেসরকারি গাড়ি ভাঙচুর হলে ৭২ ঘণ্টার মধ্যে ক্ষতিপূরণ মিলবে বলেও জানান পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী।
শুক্রবার বামেদের ডাকা ছ’ঘণ্টার ধর্মঘটে রাজ্যের পরিবহণে কোনও প্রভাব পড়বে না। দাবি পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারীর। ধর্মঘট মোকাবিলায় নেওয়া হয়েছে নানা ব্যবস্থা।
advertisement
ভোর ৫টা থেকে চলবে অতিরিক্ত বাস
advertisement
খোলা হবে বিশেষ কন্ট্রোল রুম
কন্ট্রোল রুমের নম্বর ২২৬২-৫৪০২
শিয়ালদহ, হাওড়া, আইটি সেক্টরের জন্য বিশেষ বাস
বিমানবন্দরে যাতায়াতে ছোট এসি বাস
পরিষেবা স্বাভাবিক রাখতে রেল ও মেট্রো কর্তৃপক্ষকে চিঠি
ধর্মঘটের দিন গাড়ি ভাঙচুরের ঘটনায় মেলেনা ক্ষতিপূরণ। এই দোহাই দিয়ে ধর্মঘটের দিন যানবাহন রাস্তায় নামান না বাস, ট্যাক্সি ও অটো মালিকরা। সেই সমস্যা মেটাতে বিশেষ উদ্যোগ নিয়েছে পরিবহণ দফতর।
advertisement
ধর্মঘটের দিন বেসরকারি গাড়ি ভাঙচুরে মিলবে ক্ষতিপূরণ
স্থানীয় থানায় ডায়েরি করতে হবে
ডায়েরির কপি দিতে হবে পরিবহণ দফতরে
৭২ ঘণ্টার মধ্যে মিলবে ক্ষতিপূরণ
পরিবহণ ব্যবস্থাকে সচল রাখতে জেলা প্রশাসনের সঙ্গে নিরন্তর যোগাযোগ রাখছেন পরিবহণ দফতরের আধিকারিকরা।
view commentsLocation :
First Published :
April 12, 2018 9:01 AM IST