Paschim Bardhaman News: তৎপর জেলা পরিষদ! পানীয় জল পাওয়া গেল, হাঁফ ছেড়ে বাঁচল মানুষ
- Published by:Sanchari Kar
Last Updated:
Paschim Bardhaman News: প্রসঙ্গত, গরম পড়ার আগে মাধব মাঠের লোহার পাড়ায় যে সমস্ত টিউবওয়েল ছিল, সেগুলি বিকল হয়ে যায়। ফলে পানীয় জল নিয়ে সংকটে পড়েছিলেন এলাকার মানুষ।
কাঁকসা: যে কাজ করে দেওয়ার কথা ছিল পঞ্চায়েতের, সেই কাজ করে দিল জেলা পরিষদ। দীর্ঘদিন জল কষ্টে ভোগা কাঁকসার মাধব মাঠে পানীয় জলের ব্যবস্থা করে দিল পশ্চিম বর্ধমান জেলা পরিষদ। অবশেষে দীর্ঘদিনের জন্য কষ্ট থেকে মুক্তি পেতে চলেছেন মাধব মাঠ এলাকার লোহার পাড়ার মানুষ। সেখানে জেলা পরিষদের উদ্যোগে সাবমারসিবল পাম্প বসানোর কাজ চলছে। গরমের শুরুতে পানীয় জলের ব্যবস্থা হওয়ায় কিছুটা স্বস্তি পেয়েছেন এলাকার মানুষ।
প্রসঙ্গত, গরম পড়ার আগে মাধব মাঠের লোহার পাড়ায় যে সমস্ত টিউবওয়েল ছিল, সেগুলি বিকল হয়ে যায়। ফলে পানীয় জল নিয়ে সংকটে পড়েছিলেন এলাকার মানুষ। ওই জায়গায় প্রায় পঞ্চাশটি পরিবারের বসবাস। তাঁদের পানীয় জলের বন্দোবস্ত করতে হত এলাকার দু'একটি বাড়িতে থাকা সাবমারসিবল থেকে। ইতিমধ্যেই সেই খবর সম্প্রচারিত হয়েছিল। তারপর তড়িঘড়ি ট্যাঙ্কারে করে এলাকায় পানীয় জল পৌঁছনোর ব্যবস্থা করেছিল কাঁকসা পঞ্চায়েত।
advertisement
তবে স্থায়ী সমাধান করে দিতে উদ্যোগ নিয়েছিলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সহ-সভাপতি সমীর বিশ্বাস। জেলা পরিষদের উদ্যোগে সেখানে বসানো হচ্ছে সাবমারসিবল পাম্প। যার ফলে এলাকাবাসীর পানীয় জলের জন্য দুর্ভোগ কমবে।
advertisement
advertisement
সাবমারসিবল পাম্প বসানোর কাজ শুরু হওয়ায় খুশি এলাকার মানুষজন। তাঁরা বলছেন, এতদিন গ্রীষ্মকালে তাদের ব্যাপক জল সংকটের মুখে পড়তে হত। টিউবয়েলগুলি থেকে জল উঠত না। এলাকার বিভিন্ন জলাশয়গুলি শুকিয়ে যেত। ফলে পানীয় জলের জন্য বিভ্রান্ত হয়ে পড়তেন এলাকার মানুষ। তবে এ বার পানীয় জলের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। অবশেষে লোহার পাড়ার মানুষের দুর্ভোগ মুক্তি হবে।
advertisement
নয়ন ঘোষ
Location :
Kolkata,West Bengal
First Published :
April 12, 2023 1:56 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman News: তৎপর জেলা পরিষদ! পানীয় জল পাওয়া গেল, হাঁফ ছেড়ে বাঁচল মানুষ