Murshidabad News: একজন চিকিৎসক! তাঁরও দেখা মেলে না, বেহাল দশায় ধুঁকছে স্বাস্থ্যকেন্দ্র

Last Updated:

Murshidabad News: চিকিৎসার জন্য গোটা পঞ্চায়েত এলাকায় ভরসা হল মাত্র একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। তাতে চিকিৎসক রয়েছেন একজন। উন্নত পরিষেবা পাওয়ার জন্য চিকিৎসকের  সংখ্যা বাড়ানোর আর্জি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

+
ফার্মাষ্টিট

ফার্মাষ্টিট দিয়েই চলছে চিকিৎসা ব্যবস্থা 

মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ জেলার কান্দি ব্লকের অন্তর্গত পুরন্দরপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। এই স্বাস্থ্যকেন্দ্র থাকলেও ঠিক মতো আসেননা চিকিৎসক। একমাত্র স্বাস্থ্যকেন্দ্রে থাকা ফার্মাসিস্ট দিয়েই চলছে চিকিৎসা ব্যবস্থা। ফলে বর্তমানে চিকিৎসা ব্যবস্থা বেহাল। ঘুরে যাচ্ছেন রোগী ও রোগীর পরিবারের সদস্যরা।
অনেকেরই অভিযোগ, পরিবেশ এবং পরিষেবার নিরিখে সরকারি স্বাস্থ্য ব্যবস্থার এতই করুণ দশা, পকেট কাটা হবে জেনেও লোকে ভিড় করে বেসরকারি হাসপাতালে। তার উপর পুরন্দরপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বেহাল দশা একাধিক প্রশ্ন তুলে দিয়েছে।
চিকিৎসার জন্য গোটা পঞ্চায়েত এলাকায় ভরসা হল মাত্র একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। তাতে চিকিৎসক রয়েছেন একজন। উন্নত পরিষেবা পাওয়ার জন্য চিকিৎসকের  সংখ্যা বাড়ানোর আর্জি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু সেই সংখ্যা বাড়ানো তো দূরের কথা, একমাত্র চিকিৎসকও ঠিক মতো আসেন না স্বাস্থ্যকেন্দ্রে। ফলে চিকিৎসা ব্যবস্থা বেহাল হয়ে পড়েছে। যার ফলে নিত্যদিন এই ভাবেই বেহাল অবস্থায় চলছে কান্দি ব্লকের অন্তর্গত পুরন্দরপুর গ্রাম পঞ্চায়েতের পুরন্দরপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। ফলে এলাকার দুস্থ এবং সাধারণ মানুষরা অসুস্থ হলে প্রাথমিক চিকিৎসাটুকুও পাচ্ছেন না অনেক সময়।
advertisement
advertisement
সমস্যার কথা জানিয়ে স্থানীয় পঞ্চায়েতের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে ব্লক স্বাস্থ্য দফতরে। আশপাশের এলাকা থেকেও মানুষ এখানে চিকিৎসার জন্য আসেন। পুরন্দরপুর গ্রাম ছাড়াও ভবানীপুর, রণগ্রাম, হিজল প্রভৃতি গ্রামের মানুষের প্রাথমিক চিকিৎসার জন্য এই কেন্দ্রটির উপরেই নির্ভরশীল। কিন্তু এই উপ-স্বাস্থ্যকেন্দ্রটিতে চিকিৎসক ও নার্স রয়েছেন এক জন করে। তবে চিকিৎসক না এলেও মুখের কথায় শুধু ফার্মাসিস্ট দিয়েই চলছে চিকিৎসা ব্যবস্থা । আর ফার্মাসিস্ট রোগীদের ওষুধ দিচ্ছেন। তবে সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন মহকুমা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ রাজেশ সাহা।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: একজন চিকিৎসক! তাঁরও দেখা মেলে না, বেহাল দশায় ধুঁকছে স্বাস্থ্যকেন্দ্র
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement