West Bardhaman News : মালদা থেকে ১৯'র যুবক এসেছিলেন কাজের জন্য, কিন্তু হল মর্মান্তিক পরিণতি
- Published by:Nagantara
- hyperlocal
- Reported by:NAYAN GHOSH
Last Updated:
কাজ করতে গিয়ে অসাবধানতাবশত পা লেগে যায় বিদ্যুতের খোলা তারে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে।
পানাগড়, পশ্চিম বর্ধমান: পশ্চিম বর্ধমানে এসেছিলেন কাজের সন্ধানে। জুটিয়ে ফেলেছিলেন কাজও। দিন পনেরো আগে কাজ শুরু করেছিলেন। বছর উনিশের যুবক মালদার কালিয়াচক থেকে পা রেখেছিলেন পানাগড় শিল্প তালুকে। কিন্তু কাজ করতে এসে মর্মান্তিক পরিণতি হল মালদার যুবক গোলাম কিবরিয়ার। কাজের সময় অসাবধানতাবশত পা লেগে যায় বিদ্যুতের খোলা তারে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নিয়ে আসা হয় হাসপাতালে। কিন্তু ততক্ষণে সব শেষ হয়ে গিয়েছে। হাসপাতালে নিয়ে আসা হলে যুবককে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
মৃতের এক আত্মীয় জানিয়েছেন, গোলাম কিবরিয়া নামের ওই যুবক কিছুদিন আগেই কাজ করতে এসেছিলেন। পানাগড় শিল্প তালুকে একটি বেসরকারি কারখানায় কাজে যোগ দিয়েছিলেন তিনি। ঠিকা শ্রমিক হিসেবে শুরু করেছিলেন কাজ। এদিন অন্যান্য দিনের মতোই কাজ করছিলেন তিনি। তখনই নেমে আসে ঘোর অন্ধকার।
আরও পড়ুন ঃ আবার গড়ে উঠুক সবুজ ভারত, এই আশা নিয়ে কেদারনাথের পথে যুবক
কাজ করতে গিয়ে বিদ্যুতের খোলা তারে পা লেগে যায় ওই যুবকের। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় গোলামকে। তারপর তাকে নিয়ে যাওয়া হয় পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। কিন্তু সেখানে চিকিৎসকরা গোলাম কিবরিয়াকে যুবককে মৃত ঘোষণা করেন।
advertisement
advertisement
এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃত যুবকের পরিবারে। কাজ করতে এসে ছেলের যে এমন মর্মান্তিক পরিণতি হবে, তা ভাবতে পারেননি পরিবারের সদস্যরা। অন্যদিকে এই ঘটনার পর আতঙ্ক ছড়িয়েছে সেখানে কাজ করা অন্যান্য ঠিকা শ্রমিকদের মধ্যে। কেন বিদ্যুতের তার খোলা অবস্থায় রাখা হয়েছিল? কাজের সময় কেন শ্রমিকদের নিরাপত্তার দিকে নজর দেওয়া হয়নি? এমন প্রশ্ন উঠছে ঘটনার পর থেকে।
advertisement
Nayan Ghosh
Location :
Kolkata,West Bengal
First Published :
August 21, 2023 6:16 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News : মালদা থেকে ১৯'র যুবক এসেছিলেন কাজের জন্য, কিন্তু হল মর্মান্তিক পরিণতি