West Bardhaman News: তিন মাস ধরে বন্ধ কারখানা, বাড়িতে হাঁড়ি চড়ছে না শ্রমিকদের

Last Updated:

হঠাৎ কাজ হারিয়ে মাথায় হাত কাঁকসা মিনি বাজার সংলগ্ন রাহুল স্প্রিং প্রাইভেট লিমিটেডের ২২ জন শ্রমিকের। বাধ্য হয়ে শেষ পর্যন্ত তাঁরা ধরনায় বসেছেন।

পশ্চিম বর্ধমান: কর্তৃপক্ষ কারখানায় তালা ঝুলিয়ে দিয়েছে মাস তিনেক আগে। ফলে হঠাৎ কাজ হারিয়ে মাথায় হাত কাঁকসা মিনি বাজার সংলগ্ন রাহুল স্প্রিং প্রাইভেট লিমিটেডের ২২ জন শ্রমিকের। বাধ্য হয়ে শেষ পর্যন্ত তাঁরা ধরনায় বসেছেন।
ওই অসহায় শ্রমিকদের থেকেই জানা গেল, অন্য জায়গায় কাজ পাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু ভাগ্য সহায় হয়নি। স্বাভাবিকভাবেই অপেক্ষা করছিলেন যদি আবার কারখানার গেটের তালা খোলে। কিন্তু কর্তৃপক্ষ কারখানা খোলার ব্যাপারে কোনও উদ্যোগ নেয়নি। তাই বাধ্য হয়ে কারখানা খোলার দাবিতে তাঁরা বিক্ষোভ দেখান।
advertisement
advertisement
সোমবার সকাল থেকে কারখানা খোলার দাবিতে গেটের সামনে শ্রমিকরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। অবস্থান-বিক্ষোভে বসা শ্রমিকদের অভিযোগ, তিন মাস ধরে তাঁদের কাজ নেই। রোজগার বন্ধ হয়ে যাওয়ায় সংসার নিয়ে আর্থিক অনটনের মধ্যে পড়েছেন। এই শ্রমিকরা আন্দোলন শুরু করলে তাঁদের পাশে এসে দাঁড়ায় আইএনটিটিইউসির স্থানীয় নেতৃত্ব। আইএনটিটিইউসির কাঁকসা ব্লক সভাপতি চন্দন রায় জানান, তাঁরা শ্রমিকদের সমস্ত দাবি নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন। কিন্তু কারখানা কর্তৃপক্ষর তরফ থেকে কোনরকম সদুত্তর পাননি। যাতে আগামী দিনে শ্রমিকদের কাজের ব্যবস্থা হয় এবং কারখানা যাতে পুনরায় খোলা যায় সেই বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে কারখানা খোলার উদ্যোগ নেবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি।
advertisement
নয়ন ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News: তিন মাস ধরে বন্ধ কারখানা, বাড়িতে হাঁড়ি চড়ছে না শ্রমিকদের
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement