Paschim Bardhaman: ক্রীড়াপ্রেমী প্রয়াত নেতার স্মৃতিতে মহিলাদের ফুটবল প্রতিযোগিতা

Last Updated:

চূড়ান্ত পর্যায়ের খেলায় অংশ নেয় হুগলির ব্ল্যাক ডায়মন্ড দেউলি পাড়া একাদশ ও বীরভূমের বোলপুরের কিস্কু মারান্ডি একাদশ। এদিন চূড়ান্ত পর্যায়ের খেলায় জয়ী হয় হুগলির ব্ল্যাক ডায়মন্ড দেউলি পাড়া একাদশ। 

+
দেবশালা

দেবশালা ফুটবল ময়দানে চলছে প্রতিযোগিতার ম্যাচ।

পশ্চিম বর্ধমানঃ ক্রীড়াপ্রেমী প্রয়াত নেতার স্মৃতিতে হয়ে গেল এক দিবসীয় ফুটবল প্রতিযোগিতা। আটটি মহিলা দলকে নিয়ে বিশেষ এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। দেবশালা গ্রামে তৃণমূল নেতা ছিলেন চঞ্চল বক্সী। এলাকায় সমাজসেবী বলে পরিচিত এবং ক্রীড়াপ্রেমী তৃণমূল নেতা ছিলেন চঞ্চল বক্সী। কয়েক মাস আগে কাঁকসার জঙ্গলে দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারান তিনি। তারই স্মৃতির উদ্দেশ্যে গ্রামের ফুটবল ময়দানে মহিলাদের নিয়ে এক দিবসীয় ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। তিলকচন্দ্রপুরের দেবশালা গ্রামে প্রয়াত তৃণমূল নেতা চঞ্চল বক্সির স্মৃতির উদ্যেশ্যে এক দিবশীয় মহিলা ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।দেবশালা গ্রামের ফুটবল ময়দানে ৮টি মহিলা দলকে নিয়ে প্রতিযোগিতার সূচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি দেবদাস বক্সী, আউশগ্রামের বিধায়ক অভেদানন্দ থান্দার, আউশগ্রাম দু নম্বর ব্লকের সভাপতি রামকৃষ্ণ ঘোষ, পঞ্চায়েত সমিতির সভাপতি হায়দার শেখ, দেবশালা গ্রাম পঞ্চায়েত প্রধান শ্যামল বক্সী,আউশগ্রাম দু নম্বর ব্লকের কার্যকরী সভাপতি লালন শেখ সহ এলাকার বিশিষ্ট জনেরা। কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি দেবদাস বক্সী জানিয়েছেন, গত কয়েকমাস আগে দুষ্কৃতীদের হাতে খুন হন তৃণমূল নেতা চঞ্চল বক্সী। প্রয়াত চঞ্চল বক্সী সর্বদা সমাজ সেবার কাজে নিজেকে ব্যস্ত রাখতেন। খেলাধুলো হোক বা রক্তদান শিবির, সব বিষয়ে অত্যন্ত উৎসাহ ছিল তার। খেলাধুলো ও সমাজসেবা মূলক কাজের মধ্যে দিয়ে সকলের মনের ভিতর তাকে বাঁচিয়ে রাখার উদ্দেশ্যেই এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় মোট ৮টি মহিলা ফুটবল দল অংশ নেয়। যার মধ্যে চূড়ান্ত পর্যায়ের খেলায় অংশ নেয় হুগলির ব্ল্যাক ডায়মন্ড দেউলি পাড়া একাদশ ও বীরভূমের বোলপুরের কিস্কু মারান্ডি একাদশ। এদিন চূড়ান্ত পর্যায়ের খেলায় জয়ী হয় হুগলির ব্ল্যাক ডায়মন্ড দেউলি পাড়া একাদশ। এদিন দুটি দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman: ক্রীড়াপ্রেমী প্রয়াত নেতার স্মৃতিতে মহিলাদের ফুটবল প্রতিযোগিতা
Next Article
advertisement
Park Street Hotel Incident: হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
  • পার্ক স্ট্রিটের হোটেলে রহস্য৷

  • ঘরের বক্স খাটের ভিতরে যুবকের দেহ৷

  • খুন বলেই অনুমান পুলিশের৷

VIEW MORE
advertisement
advertisement