পশ্চিম বর্ধমান : সময় যত এগিয়ে যাচ্ছে, ধীরে ধীরে বাড়ছে পানাগড় শিল্প তালুকের গুরুত্ব। শিল্পতালুকে আসছেন নতুন ব্যবসায়ীরা। তৈরি হচ্ছে নতুন শিল্পক্ষেত্র। দিচ্ছে নতুন অর্থনৈতিক দিশা এবং কর্মসংস্থান।
শিল্প তালুকের নতুন কারখানা নিয়ে কিছুটা বিরোধ করছেন স্থানীয় কয়েকজন কৃষক। অভিযোগ শিল্প তালুকে তৈরি হতে চলা নতুন একটি কারখানাকে কেন্দ্র করে। স্থানীয় কিছু কৃষক এবং জমির মালিকদের অভিযোগ, তাদের অনুমতি না নিয়ে কৃষি জমির উপর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে হাই ভোল্টেজ বিদ্যুৎবাহি তার। যা নিয়ে বিরোধ করছেন ওই সমস্ত জমির কৃষক এবং মালিকরা।
আরও পড়ুন- খনি ভরাট হচ্ছে দূষিত ছাই দিয়ে! কাণ্ড দেখে বেজায় বিরক্ত এলাকাবাসি
তারা বলছেন, পানাগড় শিল্প তালুকে নতুন কারখানা গড়ে উঠছে। তা নিয়ে তাদের কোনও সমস্যা নেই। কিন্তু যে সমস্ত জমিগুলি অধিগ্রহণ হয়নি, সেই সমস্ত জমিগুলিতে তারা কৃষিকাজ চালিয়ে যাচ্ছেন। শিল্প তালুকের নতুন একটি কারখানা তৈরি হচ্ছে। যে কারখানায় বিদ্যুৎ পৌঁছে দেওয়ার জন্য ওই সমস্ত জমিগুলোর উপর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এক লক্ষ বত্রিশ হাজার ভোল্টের বিদ্যুৎবাহী তার। তার নিয়ে যাওয়ার জন্য তৈরি হচ্ছে টাওয়ার। আর এই ঘটনাকে কেন্দ্র করে ওই সমস্ত জমির কৃষক এবং মালিকরা বিরোধ করছেন।
আরও পড়ুন- পিছিয়ে পড়া পরিবারের পড়ুয়াদের কোচিং দিতে অভিনব ভাবনা পুলিশের
ইতিমধ্যেই বিষয়টি বিদ্যুৎ দফতরের কাছে পৌঁছেছে। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। অন্যদিকে অনেকেই বলছেন, কৃষি জমি যেমন প্রয়োজন, তেমনভাবে শিল্প প্রয়োজন। তাই কৃষকদের কাছে অনেকে অনুরোধ করছেন, বিষয়টিকে প্রশাসনের সঙ্গে আলোচনা করে মিটিয়ে নেওয়া হোক। কারণ শিল্প তালুকের উন্নতি হলে, সার্বিকভাবে গোটা এলাকার উন্নতি হবে।
Nayan Ghosh
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: West burdwan, West Burdwan News