West Burdwan News : ছট ব্রতীদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন নৌকা চালকরা, সতর্ক পুলিশ-প্রশাসন
- Published by:Piya Banerjee
Last Updated:
West Burdwan News: মাইথন থার্ডডাই জলাধারে ছটপুজো করতে আসা ছট ব্রতীদের প্রচুর ভিড় হয়। স্থানীয় এলাকার তো বটেই, আশেপাশের এলাকা সহ পার্শবর্তী রাজ্য ঝাড়খন্ড থেকেও ছট পুজো করতে এখানে আসেন ছট ব্রতীরা।
#পশ্চিম বর্ধমান : রাত পেরোলেই ছট পুজোর আনন্দে মেতে উঠবেন প্রচুর মানুষজন। দুর্গা পুজো, কালী পুজোর মত, ছট পুজোতেও সেজে উঠছে গোটা পশ্চিম বর্ধমান জেলা। কারণ এই জেলায় অবাঙালি মানুষের সংখ্যা রাজ্যের অন্যান্য জেলা তুলনায় অনেকটাই বেশি। ফলে আসানসোল দুর্গাপুর সহ জেলার বিভিন্ন জায়গায় তোড়জোড় চলছে ছট পুজোর।
স্বাভাবিকভাবেই বিগত এক সপ্তাহ ধরে চলছে ছট পুজোর প্রস্তুতি। আর সেই প্রস্তুতি খতিয়ে দেখতে মাঠে নেমেছেন আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়। পরপর ছট ঘাট গুলির পরিদর্শন করেছেন তিনি। এদিন তার নির্দেশ জেলা তৃণমূলের অন্যান্য কর্মকর্তারাও পরিদর্শন সারছেন। সালানপুর বিধায়কের নির্দেশে এদিন মাইথন জলাধার সংলগ্ন যে সমস্ত ছট ঘাটগুলি রয়েছে, সেগুলি পরিদর্শন করলেন ব্লক তৃণমূল সভাপতি। ছট পুজোর প্রধান উৎসবের আগে খতিয়ে দেখলেন শেষ মুহূর্তের প্রস্তুতি।
advertisement
আসানসোলের সালানপুর ব্লকের মাইথন থার্ডডাই জ্বলাধারে ছোটপুজো করতে আসা ছট ব্রতীদের প্রচুর ভিড় হয়। স্থানীয় এলাকার তো বটেই, আশেপাশের এলাকা সহ পার্শবর্তী রাজ্য ঝাড়খন্ড থেকেও ছোট পুজো করতে এখানে আসেন ছট ব্রতীরা। এমনটাই জানিয়েছেন স্থানীয় এলকার মানুষ এবং ছট পুজো কমিটির সদস্যরা। তাই মাইথন থার্ডডাই নদীঘাট সহ সালানপুর ব্লকের বিভিন্ন ছট ঘাট পরিষ্কার পরিছন্ন করার কাজ চলছে জোর কদমে। সেজন্য ব্লকের সমস্ত ছট ঘাট গুলি পরিদর্শন সহ বিষয় খতিয়ে দেখছেন সালানপুর ব্লক তৃর্ণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং।
advertisement
advertisement
এই বিষয়ে ভোলা সিং জানিয়েছেন, এলাকার বিধায়ক বিধান উপাধ্যায়ের নির্দেশ মতো সমস্ত ছোটঘাট পরিষ্কার পরিছন্ন করার কাজ চলছে। যাতে ছোট পুজো করতে আসা ছট ব্রতীদের কোনও রকম অসুবিধা না হয়, সেই দিক লক্ষ্য রাখা হয়েছে। অন্যদিকে মাইথন থার্ডডাই নদীঘাটে ছট পুজো করতে আসা প্রচুর ভক্তের সমাগম হয় এই দিন। সেজন্য সেখানে মোতায়েন থাকবেন পুলিশ প্রশাসনের আধিকারিকরা। একই সঙ্গে নৌ চালকদেরও এই ছট পুজোর দিন সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আবেদন জানানো হয়েছে। যদিও প্রত্যেক বছর নৌ চালকরা সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তবে দু'বছর পর ছট পুজো উপলক্ষে প্রচুর জনসমাগম হবে। তাই আগে থেকেই নেওয়া হচ্ছে বাড়তি সতর্কতা।
advertisement
Nayan Ghosh
view commentsLocation :
First Published :
October 29, 2022 11:03 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Burdwan News : ছট ব্রতীদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন নৌকা চালকরা, সতর্ক পুলিশ-প্রশাসন