West Bardhaman News: বিডিও আসল ত্রাণকর্তা হয়ে, স্বাস্থ্যসাথী কার্ডের জেরে অল্পের জন্য বাঁচল প্রাণ

Last Updated:

West Bardhaman News: তড়িঘড়ি রণু বিশ্বাসের স্বাস্থ্য সাথী কার্ড করিয়ে দিয়েছেন পঞ্চায়েত প্রধান। তারপর সেই কার্ডে রাজবাঁধের একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসা হয়েছে রুনু বিশ্বাসের। 

+
বিডিও

বিডিও আসল ত্রাণকর্তা হয়ে, স্বাস্থ্যসাথী কার্ডের জেরে অল্পের জন্য বাঁচল প্রাণ

পশ্চিম বর্ধমান: দীর্ঘ সাত-আট মাস ধরে ভুগছিলেন পেটে ব্যথায়। চিকিৎসকরা বুঝতে পারেন পেটে রয়েছে বিশাল আকারের একটি টিউমার। প্রায় দুবছর ধরে এই টিউমারটি পেটের মধ্যে বড় হয়েছে। তবে টিউমারটির সঠিক অবস্থান, কত বড় টিউমারটি হয়েছে, তা বুঝে উঠতে পারছিলেন না চিকিৎসকরা। অপারেশন করতে খরচ ধরা হয়েছিল বহু টাকা। কিন্তু রোগী রুনু বিশ্বাসের পরিবারের সেই আর্থিক সামর্থ্য ছিল না। অবশেষে বাধ্য হয়ে দারস্ত হয়েছিলেন কাঁকসা পঞ্চায়েতের প্রধান শুক্লা সিংয়ের কাছে। তার উদ্যোগে হয়েছে সমাধান। তড়িঘড়ি রণু বিশ্বাসের স্বাস্থ্য সাথী কার্ড করিয়ে দিয়েছেন পঞ্চায়েত প্রধান। তারপর সেই কার্ডে রাজবাঁধের একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসা হয়েছে রুনু বিশ্বাসের। পেট থেকে বের করা হয়েছে প্রায় ১৪ কেজি ওজনের একটি টিউমার।
আরও পড়ুনঃ মেয়েকে বাঁচাতে গিয়ে জলে তলিয়ে গেল বাবা, ৫-৬ ঘণ্টা পর উদ্ধার মৃতদেহ
চিকিৎসকরা জানিয়েছেন, এই অপারেশন যথেষ্ট ঝুঁকিপূর্ণ ছিল। তবে চিকিৎসকদের তৎপরতায় রোগীর পেট থেকে বিশাল আকারে টিউমারটি বের করা সম্ভব হয়েছে। ওই রোগী আপাতত অনেকখানি সুস্থ বলে জানিয়েছেন চিকিৎসকরা। একইসঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এই চিকিৎসা ব্যয়বহুল ছিল। বিশেষ করে ওই দরিদ্র পরিবারের কাছে চিকিৎসার খরচ বহন করা বেশ কষ্টসাধ্য ছিল।
advertisement
advertisement
তবে স্বাস্থ্য সাথী কার্ডে সমস্ত চিকিৎসা হয়েছে। সেই কারণে রোগীর পরিবারের উপর আর্থিকভাবে চাপ পড়েনি। অন্যদিকে পঞ্চায়েত প্রধানের এই উদ্যোগকে ধন্যবাদ দিয়েছেন রোগীর পরিবারের সদস্যরা। পাশাপাশি স্বাস্থ্য সাথী কার্ডে যেভাবে চিকিৎসায় তারা সুবিধা পেয়েছেন যেভাবে তড়িঘড়ি করানো স্বাস্থ্যসাথী কার্ডে নবজীবন পেয়েছেন রুনু বিশ্বাস, তাতে সরকারি এই প্রকল্পের প্রতি মানুষের আস্থা আরও অনেক বাড়বে বলে জানিয়েছেন ওই বেসরকারি নার্সিংহোমের চিকিৎসকরা।
advertisement
Nayan Ghosh
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News: বিডিও আসল ত্রাণকর্তা হয়ে, স্বাস্থ্যসাথী কার্ডের জেরে অল্পের জন্য বাঁচল প্রাণ
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement