পশ্চিম বর্ধমান : উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের মন খারাপ জেলাবাসীর। আশা ছিল মাধ্যমিকের ক্ষত সারিয়ে তুলবে উচ্চ মাধ্যমিক। কিন্তু না, তা হল না। ২০২৩ সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় স্থান দখল করতে পারল না পশ্চিম বর্ধমান। পশ্চিম বর্ধমানের কোনও স্কুল থেকেই মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের প্রথম দশে স্থান পায়নি কোনও পড়ুয়া।
যদিও মাধ্যমিকের পঞ্চম স্থানে থাকা অরিজিৎ মন্ডল কিছুটা সান্তনা পুরস্কার দিতে পেরেছিলেন। কারণ তিনি পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের পড়ুয়া হলেও, জেলার বাসিন্দা ছিলেন। তাই ইসিএল কর্মীর ছেলের সাফল্য জেলার সাফল্যের একমাত্র প্রতীক হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু উচ্চমাধ্যমিকের সেই সুযোগও পাওয়া গেল না। প্রথম দশের মধ্যে উচ্চ মাধ্যমিকে জেলার কোনও পড়ুয়ার নাম উঠে আসেনি।
২০২২ সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম দশে জেলা থেকে পড়ুয়ারা স্থান পেয়েছিলেন। তাহলে এ বছর এমন হল কেন, তা ভাবাচ্ছে শহরের শিক্ষা ব্যবস্থা নিয়ে চিন্তাভাবনা করা মানুষজনকে। তাহলে কি জেলার শিক্ষা ব্যবস্থার মান কমছে? এমন প্রশ্ন তুলে দিচ্ছেন অনেকে। তারা বলছেন, যেখানে পড়শী জেলা পূর্ব বর্ধমানে মাধ্যমিকের জয়জয়কার হয়েছে। বাঁকুড়াতেও প্রথম দশে একাধিক পড়ুয়ার দেখা পাওয়া গিয়েছে। সেখানে পশ্চিম বর্ধমানের হাল কেন এমন হল? উচ্চ মাধ্যমিকেও প্রথম দশের স্থান পেয়েছেন বাঁকুড়া, পূর্ব বর্ধমানের পড়ুয়ারা। কিন্তু পশ্চিম বর্ধমান থেকে নেই একজনও। স্বাভাবিকভাবেই উচ্চমাধ্যমিকের ফলাফলে হতাশ জেলার শিক্ষামহল। মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে প্রথম ১০ এ থাকতে না পারার কারণ বিশ্লেষণও শুরু করেছেন অনেকে।
আরও পড়ুন: গতবছর ১১জন মেধা তালিকায় ছিল! এবার উচ্চ মাধ্যমিকে কী ফল করল জলচক? জানুন
যদিও শহরের বিশিষ্ট এক শিক্ষাবিদ বলছেন, প্রথম দশে থাকতে পারার আনন্দ একটা আলাদা। তবে প্রথম দশে না থাকলে যে যlশিক্ষা ব্যবস্থার মান নেমে গিয়েছে, এমনটা নয়। কারণ জেলায় কত পরীক্ষার্থী ছিলেন এবং কত শতাংশ পাশ করেছে, সেই বিষয়টি সফলতার ইঙ্গিত দেয় অনেক বেশি। সেই জায়গায় খুব একটা পিছিয়ে নেই পশ্চিম বর্ধমান।
আরও পড়ুন:
ফলে প্রথম দশে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে কোনও পড়ুয়ার নাম না থাকলেও, জেলার বেশিরভাগ পরীক্ষার্থী সফল হয়েছেন। তাই এটা জেলার কাছে গর্বের বিষয় এবং জেলার শিক্ষা ব্যবস্থা কোন অবনতি হয়নি বলে মনে করছেন তিনি। একইসঙ্গে তিনি সফল পড়ুয়াদের অভিনন্দন জানিয়েছেন। আগামী বছর যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসবেন, তাদের উদ্দেশ্যে বিশিষ্ট এই শিক্ষাবিদ বলেছেন, আগামী বছরে যাতে জেলার নাম প্রথম দশে থাকে, তার জন্য পড়ুয়াদের এখন থেকেই প্রস্তুতি নেওয়ার কাজ চালিয়ে যেতে হবে।
Nayan Ghosh
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।