WB Higher Secondary Results 2023 | Midnapore News: গতবছর ১১জন মেধা তালিকায় ছিল! এবার উচ্চ মাধ্যমিকে কী ফল করল জলচক? জানুন

Last Updated:

WB Higher Secondary Results 2023 | Midnapore News: গতবারের উচ্চ মাধ্যমিকে মেধা তালিকায় শীর্ষে থাকলেও এবার প্রথম দশে নেই জলচক নাটেশ্বরী নেতাজি বিদ্যায়তন।

+
পরীক্ষা

পরীক্ষা দিয়ে বেরোচ্ছে ছাত্রছাত্রীরা 

মেদিনীপুর: মাধ্যমিকের সম্মান বাঁচালেও জেলায় মোটের উপর ফল হয়েছে উচ্চমাধ্যমিকে। মাধ্যমিকে দাঁতন, মোহনপুর, মেদিনীপুর শহর একাধিক জায়গার ছাত্র ছাত্রীরা রাজ্যস্তরের প্রথম দশ এ স্থান করলেও দাশপুরের একজন ছাড়া জেলা জুড়ে কেউই রাজ্য স্তরে প্রথম দশের তালিকায় নেই।কারণ কি? প্রশ্ন রাজনৈতিক মহলে। তবে কি পড়াশুনায় মনযোগ হারাচ্ছে পড়ুয়ারা?
প্রসঙ্গত শেষ বছর পশ্চিম মেদিনীপুর জেলায় ভালো ফল করেছে ছাত্র ছাত্রীরা।পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত গ্রামীন এলাকার জলচক থেকে একাধিক জন রাজ্য স্তরে উচ্চ মাধ্যমিকে স্থান অধিকার করেছিল।তবে এবারে মোটের উপর ফল করেছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। গত বছরের তুলনায় এবারে প্রথম দশে নেই কেউ। প্রসঙ্গত, জেলার দাসপুরে তুহিন রঞ্জন অধিকারী নবম স্থান অধিকার করেছে। তার প্রাপ্ত নম্বর ৪৮৮। ভবিষ্যতে মহাকাশ বিদ্যা নিয়ে পড়তে চায় সে।
advertisement
advertisement
শিক্ষা মহল মনে করছে বর্তমান ছাত্রছাত্রীরা, মাধ্যমিকের পর থেকে স্থির করছে ইঞ্জিনিয়ারিং কিংবা ডাক্তারি পড়ার। সেই মত তারা একাদশ শ্রেণী থেকে প্রস্তুতি নিচ্ছে। যার ফলে তাদের প্রথম দশে নাম রাখার প্রবনতা কমছে। এর ফল পড়েছে উচ্চ মাধ্যমিক রেজাল্টে ও।মনে করা হচ্ছে বর্তমান দিনে পড়াশুনার মান হয়ে দাঁড়িয়েছে চাকরি কেন্দ্রিক। যার ফলে ভবিষ্যত নিয়ে চিন্তিত থাকলেও, পাঠ্য বইয়ের দিকে নজর দিচ্ছে না পড়ুয়ারা। অনেক মাত্রায় ফল না করলেও জেলার নজর ছিল জলচক নাটেশ্বরি নেতাজি বিদ্যায়তনে দিকে। তবে সেখান থেকে এবারে একজনও কেউ প্রথম দশে নেই। তবে এই দায় কার? ছাত্রছাত্রী নাকি ইঁদুর দৌড়ে এগিয়ে দেওয়া ছাত্রছাত্রীর পরিবারের লোকজন!
advertisement
Ranjan Chanda
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
WB Higher Secondary Results 2023 | Midnapore News: গতবছর ১১জন মেধা তালিকায় ছিল! এবার উচ্চ মাধ্যমিকে কী ফল করল জলচক? জানুন
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement