Viral Video: চলন্ত ট্রেন থেকে ঝাঁপ মহিলার, কারণ শুনলে হতবাক হবেন! দেখুন ভাইরাল ভিডিও
- Published by:Raima Chakraborty
Last Updated:
Viral Video: চলন্ত ট্রেন থেকে ঝাঁপ মহিলার। স্টেশনের সিসিটিভি-তে বন্দি গোটা ভিডিও।
বর্ধমান: ভুল ট্রেনে উঠে পড়ার কথা বুঝতেই মারাত্মক কাণ্ড। চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে প্ল্যাটফর্মে পড়ে গিয়ে গুরুতর জখম এক মহিলা। স্টেশনের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে গোটা ঘটনা। ট্রনের যাত্রী ও কর্তব্যরত আরপিএফ কর্মীরা ওই মহিলাকে তাড়াতাড়ি ট্রেনের নীচে কাটা পড়া থেকে উদ্ধার করেন।
তা না করলে প্ল্যাটফর্ম থেকে ট্রেনের নীচে পড়ে মৃত্যু হত মহিলার। পুলিশ জানিয়েছে, মহিলা যাত্রী আসানসোলের রাধানগরের বাসিন্দা, তাঁর নাম কৃষ্ণা মাজি। মহিলা যাত্রী বেঙ্গালুরু যাওয়ার জন্য এসেছিলেন স্টেশনে। ভুল করে ডাউন চম্বল এক্সপ্রেস ট্রেনে উঠে পড়েছিলেন। বুঝতে পেরেই তিনি চলন্ত ট্রেন থেকে নামতে গিয়েই ঘটে এই বিপত্তি।
আরও পড়ুন: পঞ্চায়েতমুখী বাংলায় বিজেপির পারফরম্যান্সে বেজায় ক্ষুব্ধ কেন্দ্রীয় নেতৃত্ব, হল বিরাট ঘোষণা!
advertisement
advertisement
পাঁচ নম্বর প্ল্যাটফর্মে যাত্রী পড়ে যাওয়ার ঘটনার সময় অন্য যাত্রীরা ওই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন। আহত ওই মহিলা যাত্রী পরে সঠিক ট্রেনে উঠে যান। এই বিষয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, 'যাত্রীদের এই বিষয়গুলি নজর দেওয়া উচিত। নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে এই ভাবে চলতি ট্রেন থেকে নামা উচিত নয়। ট্রেন থেকে নামার অনেক উপায় রয়েছে। সেইগুলি রীতিমতো ঘোষণা করা হয়। সেগুলো মেনে চললে নিজেদেরই সুবিধে হবে। দুর্ঘটনা কমবে।'
advertisement
দীপক শর্মা
Location :
Kolkata,West Bengal
First Published :
April 09, 2023 3:23 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Viral Video: চলন্ত ট্রেন থেকে ঝাঁপ মহিলার, কারণ শুনলে হতবাক হবেন! দেখুন ভাইরাল ভিডিও