Varanasi Ganga Arati: সুবর্ণ সুযোগ! কাশীর গঙ্গারতি এ বার আসানসোলেই! এ সময়ে গেলেই পাবেন দেখতে! জানুন বিশদে
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Varanasi Ganga Arati: বেনারসের ঐতিহ্যমণ্ডিত গঙ্গা আরতি যদি চোখের সামনে দেখা যায় এবং গঙ্গার ধারা যদি হাতের নাগালে পাওয়া যায় তাহলে বিষয়টা কেমন হয়?
রিন্টু পাঁজা, আসানসোল: বেনারস যা বারাণসী নামটার মধ্যে একটা আলাদা শ্রদ্ধা ভক্তি ও পুরোনো ঐতিহ্য জড়িয়ে রয়েছে। এই নামটা বললেই অনেকের মনে যাওয়ার ইচ্ছা জাগে বেনারস বা বারাণসী ঘুরতে। কিন্তু অনেক সময় হয়তো সময়ের অভাবে হোক বা অন্যান্য কারণে যাওয়া হয়ে উঠে না। তবে সেই বেনারসের ঐতিহ্যমণ্ডিত গঙ্গা আরতি যদি চোখের সামনে দেখা যায় এবং গঙ্গার ধারা যদি হাতের নাগালে পাওয়া যায় তাহলে বিষয়টা কেমন হয়? নিশ্চয়ই ভাল লাগবে। এবার সেটাই পাবেন পশ্চিম বর্ধমান জেলার এই পুজো মণ্ডপে।
প্রত্যেকদিন হাজার হাজার ভক্তের সমাগম হয় বেনারসের গঙ্গার ঘাটে গঙ্গা আরতি দেখতে। শুধু দেশের নয়, দেশের বাইরেরও বহু ভক্ত আসেন এখানে গঙ্গা আরতি দেখতে। এবার সেই বেনারসের গঙ্গার আরতি এবং গঙ্গার ধারার আদলে পুজো মণ্ডপকে ফুটিয়ে তোলা হচ্ছে।
পুজো কমিটির সদস্যা মঞ্জু চক্রবর্তী বলেন “ আমাদের এই পুজোটা সমগ্র ভাবে মহিলা দ্বারা পরিচালিত। আমরা প্রায় একশো জনের বেশি সদস্যা রয়েছি এই পুজো কমিটিতে। এ বছর আমরা আদি শহর বেনারসকে তুলে ধারার চেষ্টা করছি এই পুজো মণ্ডপে”।
advertisement
advertisement
আসানসোল মহকুমার অন্তর্গত গান্ধিনগর এলাকার মহিলা দ্বারা পরিচালিত পুজো এবার ৪১ তম বর্ষে পদার্পণ করছে। পুজোর কাজ, হিসাব নিকাশ থেকে শুরু করে, চাঁদা তোলা যাবতীয় কাজ এখানে মহিলারা করে থাকেন। এ বছরের পুজোয় তাঁদের থিমের ভাবনা বেনারসের আদলে গঙ্গা আরতি এবং গঙ্গার ধারা নিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে মণ্ডপে।
advertisement
আরও পড়ুন : অভাবের জ্বালা! সম্পর্কে চাপ! গণেশ চতুর্থীতে এই ৩ রাশির কপালে বড় বিপদের চরম ফাঁড়া!
সমগ্র মণ্ডপে চন্দননগরের বিখ্যাত আলো দিয়ে সাজিয়ে তোলা হবে। পাশাপাশি এখানে এলেই দেখতে পাবেন বেনারসের যে ঐতিহ্যপূর্ণ গঙ্গা আরতি এবং গঙ্গার জল সেটিও দেখতে পাবেন। তাই যাঁরা এখনও পর্যন্ত বেনারসের গঙ্গা আরতি এবং গঙ্গার ধারা দেখে উঠতে পারেননি তাদের জন্য এটা সুবর্ণ সুযোগ। তাঁরা এ বার এই পুজো মণ্ডপে এলেই সেরা দর্শন পাবেন।
Location :
Kolkata,West Bengal
First Published :
August 25, 2025 8:11 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Varanasi Ganga Arati: সুবর্ণ সুযোগ! কাশীর গঙ্গারতি এ বার আসানসোলেই! এ সময়ে গেলেই পাবেন দেখতে! জানুন বিশদে