Unique Special Marriage at Asansol|| ঘরের 'বউমা'র বিয়ে দিল শ্বশুরবাড়ি! আসানসোলের বেনজির ঘটনা চোখে জল আনতে বাধ্য

Last Updated:

একটা কম বয়সী মেয়ে কিভাবে জীবনের আগামী দিনগুলি একা একা কাটাবেন। আর তারপরেই নেওয়া হয় একটি সিদ্ধান্ত। স্বামী হারা মহিলাকে আবার স্বামী ফিরিয়ে দেওয়ার জন্য নেওয়া হয় নতুন করে বিয়ে দেওয়া সিদ্ধান্ত।

+
title=

আসানসোল: চোখে একরাশ স্বপ্ন নিয়ে শুরু করেছিলেন নতুন জীবন। বিবাহিত জীবনের প্রথমটুকু ভালই চলছিল। কিন্তু হঠাৎই ছন্দপতন। একটি দুর্ঘটনা কেড়ে নেয় তরতাজা প্রাণ। আর অন্য একটি প্রাণ হয়ে গিয়েছিল জীবন্ত মৃত। তবে শ্বশুরবাড়ির লোকজন ভালবাসায় ভরিয়ে দিয়েছিলেন স্বামীহারা রিঙ্কি চ্যাটার্জিকে। ঘরের বউ হয়ে উঠেছিলেন ঘরের মেয়ে। কিন্তু কোথাও যেন শ্বশুরবাড়ির পরিজনদের মধ্যে অস্বস্তি কাজ করত। শ্বশুরবাড়ির পরিজনদের মাথায় ঘুরত এত কম বয়সে এমন ঘটনা ঘটল, মেয়ে কীভাবে জীবনের আগামী দিন একা একা কাটাবেন। আর তারপরেই বেনজির সিদ্ধান্ত নেন তাঁরা।
স্বামীহারা রিঙ্কিকে ফের বিয়ে দেওয়ার তোড়জোড় শুরু হয়। পাত্র খুঁজে নতুন করে বিয়ে দেওয়া হয় তাঁর। বিয়ে সদ্য সম্পন্ন হয়েছে আসানসোলের ঘাগর বুড়ি মন্দিরে।
আরও পড়ুনঃ বাড়ি থেকে আসছিল দুর্গন্ধ, জানালা খুলতেই ভয়ঙ্কর দৃশ্য! তোলপাড় উত্তরপাড়া
আসানসোলের বাসিন্দা রিঙ্কি চ্যাটার্জী। বিয়ে হয়েছিল বেশ কয়েক বছর আগে। কিন্তু ২০১৬ সালে তার স্বামী আসানসোলের চাঁদা মোড়ের কাছে একটি দুর্ঘটনায় প্রাণ হারান। তবে রিঙ্কি আর বাপের বাড়িতে ফিরে যাননি। শ্বশুরবাড়িতেই থেকে গিয়েছিলেন মেয়ে হয়ে। আর ঘরের মেয়েকে নতুন জীবন উপহার দিতে শ্বশুরবাড়ির লোকজন তাঁর ফের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। সেই বিয়ে এ দিন সম্পন্ন হয়েছে আসানসোলে ঘাঘরবুড়ি মন্দিরে।
advertisement
advertisement
পরিকল্পনা মতো, স্থানীয় কাখোয়া গ্রামের বাসিন্দা ব্যবসায়ী পাত্র রঘুনাথ রায়ের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। তারপর কথাবার্তা, দুই পরিবারের সম্মতিতে ২৭ বছর বয়সী রিংকি চ্যাটার্জির সঙ্গে বিয়ে হয়েছে রঘুনাথ রায়ের। আসানসোলের ঘাঘরবুড়ি মন্দিরে চার হাত এক হয়েছে।
Nayan Ghosh
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Unique Special Marriage at Asansol|| ঘরের 'বউমা'র বিয়ে দিল শ্বশুরবাড়ি! আসানসোলের বেনজির ঘটনা চোখে জল আনতে বাধ্য
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement