হুগলি: বাড়ি থেকে বৃদ্ধের পচাগলা মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে হুগলির উত্তরপাড়ায়। শুক্রবার সকালে বাড়ির ভেতর থেকে পচা দুর্গন্ধ পায় স্থানীয় বাসিন্দারা। কোথা থেকে গন্ধ আসছে দেখতে গিয়ে জানলা সরিয়ে দেখতে পান ঘরের ভেতরে বৃদ্ধের পচে যাওয়া দেহ। মৃত ওই ব্যক্তি উত্তরপাড়ার আপার বিপিএমবি সরণি এলাকার বাসিন্দা হরেন্দ্র নাথ মণ্ডল (৬৫)।
স্থানীয় সুত্রে খবর, এলাকার বাসিন্দারা আজ সকাল থেকে পচা গন্ধ পেয়ে এলাকার কাউন্সিলর সারথী গোলদারকে খবর দেয়। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছন কাউন্সিলর-সহ উত্তরপাড়া পৌরসভার পৌর প্রধান দিলীপ যাদব। তারপরই ঘরে ঢুকে দেখতে পান খাটে পড়ে রয়েছে বৃদ্ধ হরেন্দ্রনাথ মণ্ডলের। পাশের ঘরেই বসবাস করেন তাঁর স্ত্রী।
আরও পড়ুনঃ রবিবার সাড়ে ৭ ঘণ্টা বন্ধ থাকবে ট্রেন চলাচল! বাতিল বহু ট্রেন, দেখে নিন তালিকা
হরেন্দ্রনাথের ভাইপো জানান, তিনি সকালে খবর পেয়েই এসে কাকিমাকে ডাকাডাকি করেন এবং জানলা খুলে দেখতে পান কাকা মারা গিয়েছেন। মাসখানেক ধরে অসুস্থ ছিলেন হরেন্দ্রনাথ। কাকিমা দিপালী মণ্ডলেরও মানসিক অসুস্থতা রয়েছে। মৃত ওই ব্যক্তির স্ত্রী দিপালী মণ্ডলের সঙ্গে কথা বললে তিনি অসংলগ্ন কথা বলছিলেন। পাড়া-প্রতিবেশী এবং পরিবারের লোকজনরাও জানান তাঁর মানসিক অসুস্থতার কথা।
পুরসভার প্রধান দিলীপ যাদব জানান, ঘটনার খবর পেয়ে অনেকেই এসেছেন উপস্থিত হয়েছেন। তাঁদের অনুমান মনে বেশ কয়েকদিন আগে মৃত্যু হয় ওই বৃদ্ধের। মৃতদেহ সৎকারের বিষয় যা যা আইনি পদক্ষেপ আছে তা পুলিশ এবং পৌরসভা করছে। তার পরিবারের প্রতি শোক এবং সমবেদনা জানিয়েছেন পুরপ্রধান।
রাহী হালদার
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Hooghly