West Bardhaman News: খড় ভর্তি চলন্ত ট্রাক জ্বলে উঠল! উল্টে যেতেই পুড়ে গেল পাশের দোকান

Last Updated:

খড় ভর্তি চলন্ত ট্রাক হঠাৎ দাউদাউ করে জ্বলে উঠল। একটুর জন্য প্রাণে বাঁচলেন চালক

truck full of hay caught fire
truck full of hay caught fire
পশ্চিম বর্ধমান: খড় ভর্তি চলন্ত ট্রাক দাউ দাউ করে জ্বলে উঠল। একটুর জন্য প্রাণে বাঁচলেন ট্রাকচালক। আসানসোলের ঘটনা। হঠাৎ আগুন লেগে যাওয়ার ফলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টেও যায়। সেখান থেকে এই আগুন আরও ছড়িয়ে পড়েছিল। যদিও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত সাড়ে এগারোটা নাগাদ চিত্তরঞ্জের দিকে যাচ্ছিল এই খড় বোঝাই ট্রাকটি। কিন্তু হঠাৎ‌ই চলন্ত ট্রাকে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে সেটি দাউ দাউ করে জ্বলতে শুরু করে। ফলে চালক ট্রাকটির উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। রূপনারায়ণপুর ডিএভি স্কুল সংলগ্ন জিটি রোডের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা মারে ট্রাকটি। এরপরই সেটি উল্টে যায়। এরপর আরও বড় বিপদ ঘটে। জ্বলন্ত খড় থেকে আগুন রাস্তার পাশের একটি দোকানে ছড়িয়ে পড়ে। সেটি পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন।
advertisement
advertisement
দমকল কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। খড় বোঝাই ট্রাকে আগুন লাগার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। একইসাথে বিদ‍্যুতের খুঁটি ভেঙে পড়ায় আরও বড় বিপত্তি ঘটে যাওয়ার সম্ভাবনা ছিল। তবে এই ঘটনায় কোন‌ও হতাহতের খবর নেই।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News: খড় ভর্তি চলন্ত ট্রাক জ্বলে উঠল! উল্টে যেতেই পুড়ে গেল পাশের দোকান
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement