West Bardhaman News : আদিবাসীদের 'চাক্কা জ্যাম' আন্দোলনে স্তব্ধ পশ্চিমাঞ্চলের জেলাগুলো, ভোগান্তির মুখে পথচারীরা

Last Updated:

আদিবাসীদের ১২ ঘণ্টার পথ অবরোধে কার্যত স্তব্ধ পশ্চিম বর্ধমান। আশেপাশের পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর মত জেলাগুলিতেও একই দৃশ্য নজরে এসেছে। এর ফলে রাস্তায় বেরোনো মানুষজন চরম ভোগান্তির মুখে পড়ল

+
আদিবাসীদের

আদিবাসীদের পথ অবরোধ

#পশ্চিম বর্ধমান: নিজস্ব ভাষায় পঠনপাঠন, ধর্মীয় মর্যাদা, ভাষার অধিকার সহ একগুচ্ছ দাবি নিয়ে পথে নামল আদিবাসী সমাজ। এই দাবিগুলো নিয়ে তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী জেলায় জেলায় পথ অবরোধ চলছে। জাতীয় ও রাজ্য সড়কের উপর বসে বিক্ষোভ দেখাচ্ছেন আদিবাসীরা। আদিবাসী সংগঠনগুলোর পক্ষ থেকে বুধবার সকাল ৬ টা থেকে সন্ধ্যে ৬ টা পর্যন্ত এই অবরোধ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা, দুর্গাপুর সহ বিভিন্ন জায়গায় আদিবাসীরা এই অবরোধ কর্মসূচি পালন করছেন। ফলে জেলায় গাড়ি চলাচল প্রায় থমকে যাওয়ার অবস্থা তৈরি হয়েছে।
আদিবাসীদের এই দিনভর প্রতিবাদ কর্মসূচির জেরে চরম ভোগান্তির মুখে পড়েছেন নিত্যযাত্রীরা। এছাড়াও স্কুল-কলেজের পড়ুয়া, পর্যটক, অসুস্থ মানুষ সকলেই প্রবল সমস্যার সম্মুখীন হয়েছেন। কোন‌ও গাড়িকেই যেতে দিচ্ছেন না অবরোধকারীরা। এর জেরে জেলার বিভিন্ন রাস্তায় সার দিয়ে গাড়ির লাইন পড়ে গিয়েছে। এই অবরোধের জেরে হয়রানির মুখে পড়ে ক্ষোভ উগড়ে দিচ্ছেন যাত্রীরা। যদিও পথচারীদের এই ক্ষোভকে আমল না দিয়ে সন্ধ্যে ৬ টা পর্যন্ত‌ই অবরোধ চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
advertisement
advertisement
সাঁওতালি ভাষায় পঠনপাঠন, ধর্মীয় সংস্কৃতির মর্যাদা সহ বেশকিছু দাবি অবরোধস্থলে তুলে ধরেছেন আদিবাসীরা। এই দাবি পূরণের লক্ষ্যে বুধবার 'চাক্কা জ্যাম' কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। গত বছর এই কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছিল। অবরোধকারীদের দাবি, তাঁরা যে সমস্ত দাবিতে আন্দোলন শুরু করেছেন, সেই সব দাবি নিয়ে প্রথমে প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন। জেলা শাসক থেকে শুরু করে নবান্ন, এমনকি মুখ্যমন্ত্রী পর্যন্ত গিয়েছেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। কিন্তু দাবি পূরণ না হ‌ওয়ায় বাধ্য হয়ে এই অবরোধ কর্মসূচি পালন করছেন বলে দাবি আদিবাসীদের।
advertisement
আদিবাসীদের এই আন্দোলনের জেরে বুধবার পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলি কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে। পশ্চিম বর্ধমানের পাশাপাশি পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়াতেও একই ছবি দেখা গিয়েছে। এই আন্দোলন কর্মসূচির জেরে রাস্তায় বেড়ানো মানুষের কাহিল অবস্থা চোখে পড়ল আমাদের।
নয়ন ঘোষ
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News : আদিবাসীদের 'চাক্কা জ্যাম' আন্দোলনে স্তব্ধ পশ্চিমাঞ্চলের জেলাগুলো, ভোগান্তির মুখে পথচারীরা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement