West Bardhaman News- ৬০০ ক্ষুদ্র ব্যবসায়ীকে উচ্ছেদের নোটিশ রেলওয়ের, পুনর্বাসনের দাবি ব্যবসায়ীদের

Last Updated:

ব্যবসায়ীদের দাবি, ত্রিশ থেকে চল্লিশ বছর ধরে তারা এখানে ব্যবসা করছেন। সম্প্রতি রেলের পক্ষ থেকে আগামী ৬ ফেব্রুয়ারির মধ্যে তাদের দোকান খালি করে উঠে যাওয়ার নোটিশ দেওয়া হয়

+
পূনর্বাসনের

পূনর্বাসনের দাবিতে জমায়েত ক্ষুদ্র ব্যবসায়ীদের।

#পশ্চিম বর্ধমান- পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ করা যাবে না, এই দাবিকে সামনে রেখে বিক্ষোভ মিছিল করে অন্ডাল রেল আধিকারিককে স্মারকলিপি দিলেন এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীরা। অন্ডাল রেল স্টেশন সংলগ্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রায় ৫০০ থেকে ৬০০ টি দোকান। রয়েছে একটি সবজি হাটও। ব্যবসায়ীদের দাবি, ত্রিশ থেকে চল্লিশ বছর ধরে তারা এখানে ব্যবসা করছেন। সম্প্রতি রেলের পক্ষ থেকে আগামী ৬ ফেব্রুয়ারির মধ্যে তাদের দোকান খালি করে উঠে যাওয়ার নোটিশ দেওয়া হয়। নোটিশ পেয়ে স্বভাবতই উদ্বিগ্ন ব্যবসায়ীরা। বিক্ষোভকারীদের পক্ষে দিলিপ মাঝি, শোভন পালরা জানান, এখানে যারা দোকান করেন তাদের সকলের ঘর পরিবার রয়েছে। ব্যবসা করে-ই তাদের সংসার চলে। পুনর্বাসন বা বিকল্প ব্যবস্থা না করে উচ্ছেদ করলে পরিবারগুলি রাস্তায় এসে দাঁড়াবে। তাদের দাবি, পুনর্বাসন না হলে এক টুকরো জমি তাঁরা ছাড়বেন না। প্রয়োজনে বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News- ৬০০ ক্ষুদ্র ব্যবসায়ীকে উচ্ছেদের নোটিশ রেলওয়ের, পুনর্বাসনের দাবি ব্যবসায়ীদের
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement