Asansol Municipality: ফের মেয়র পদে কাজ শুরু বিধানের, শুভেচ্ছা জানাতে হাজির শত্রুঘ্ন

Last Updated:

বিধানের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা সহ অন্যান্যরা। শত্রুঘ্ন সিনহা বলেন, আসানসোল একজন 'সানদার ও জানদার' মেয়র পেয়েছে। 

+
বিধান

বিধান উপাধ্যায়কে শুভেচ্ছা জানাচ্ছেন সাংসদ শত্রুঘ্ন সিনহা।

#আসানসোল: কাউন্সিলর হিসাবে শপথ গ্রহণ করলেন আসানসোলের মেয়র তথা বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়। আসানসোল পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে উপনির্বাচনে বিধান উপাধ্যায় প্রায় সাড়ে পাঁচ হাজার ভোটে জয়লাভ করেছেন বুধবার। ভোটের ফল ঘোষণার পর বৃহস্পতিবার আসানসোল পুরসভার সভাগৃহে জেলা শাসকের উপস্থিতিতে শপথ বাক্য পাঠ করেন বিধান উপাধ্যায়। এদিন ৬ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর তথা আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায় বলেছেন, সাধারণ মানুষের জন্য তিনি কাজ করবেন। এই তার এই জয় তৃণমূল কংগ্রেস ও সাধারণ মানুষের জয় বলে জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, বৃহস্পতিবারের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা সহ অন্যান্যরা। এদিন আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা বলেন, আসানসোল একজন 'সান্দার ও জানদার' মেয়র পেয়েছে। তাই আসানসোলের অনেক প্রগতি হবে। মেয়র হিসেবে বিধান উপাধ্যায় কি পাওয়ার জন্য আসানসোলবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন তারকা সাংসদ। বৃহস্পতিবারের এই শপথ গ্রহণকে ঘিরে আসানসোল পুরভবন চত্বরে তৃণমূল কংগ্রেসের প্রচুর কর্মী সমর্থক ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
advertisement
advertisement
প্রসঙ্গত নির্বাচনে লড়াই না করে আসানসোলের মেয়র পদে বসেছেন বিধান উপাধ্যায়। তাকে এই পদে থাকতে হলে উপনির্বাচনে লড়াই করে জয়ী হতে হত। সেই মতোই আসানসোলের ৬ নম্বর ওয়ার্ডের উপ-নির্বাচনে প্রার্থী হন তিনি। গত ২১ আগষ্ট আসানসোল পৌরনিগমের ৬ নং ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ২৪ আগষ্ট ফল ঘোষণা হয়েছে। তারপরএদিন বিধান উপাধ্যায় পুরনিগমের সভাগৃহে জেলা শাসকের উপস্থিতিতে কাউন্সিলর হিসাবে শপথ গ্রহণ করেছেন।
advertisement
Nayan Ghosh
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Asansol Municipality: ফের মেয়র পদে কাজ শুরু বিধানের, শুভেচ্ছা জানাতে হাজির শত্রুঘ্ন
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement