West Burdwan News : ঘণ্টার পর ঘণ্টা পার! ঠাঁই দাঁড়িয়ে রয়েছে ট্রেন, চরম দুর্ভোগ যাত্রীদের

Last Updated:

West Burdwan News : শক্তিগড়ের কাছে লোকাল ট্রেন এবং মালগাড়ির সংঘর্ষে লাইনচ্যুত হওয়ার জেরে হাওড়া গামী লাইনে ট্রেন পরিষেবা ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। ট্রেন লাইনচ্যুত হওয়ার জেরে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল।দুর্ভোগের শিকার হয়েছেন যাত্রীরা।

+
ট্রেন

ট্রেন ছাড়ার অপেক্ষায় বাইরে তাকিয়ে যাত্রীরা।

আসানসোল, পশ্চিম বর্ধমান :  গরমে এমনিতেই নাজেহাল অবস্থা সকলের৷ তার উপর আবার ঠাঁই দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে রইল রাজধানী এক্সপ্রেস। শুধু রাজধানী নয়, শিপ্রা দুন – সহ একাধিক ট্রেন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করল একাধিক ষ্টেশনে দাঁড়িয়ে। সীতারামপুর, ধানবাদ, আসানসোল ও বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে থাকল বিভিন্ন দূরপাল্লার ট্রেনগুলি। কোনও কোনও ট্রেনকে সবুজ সংকেত পাওয়ার জন্য রাত সাড়ে নটা থেকে পর দিন সকাল সাড়ে সাতটা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে।  এই গরমে দুর্ভোগের শিকার হয়েছেন যাত্রীরা। কারণ শক্তিগড়ের কাছে  ট্রেন দুর্ঘটনাতেই এই অবস্থা হয়েছে।
শক্তিগড়ের কাছে লোকাল ট্রেন এবং মালগাড়ির সংঘর্ষে লাইনচ্যুত হওয়ার জেরে হাওড়া গামী লাইনে ট্রেন পরিষেবা ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। ট্রেন লাইনচ্যুত হওয়ার জেরে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। গতকাল বুধবার রাতের দিকে এই দুর্ঘটনার পরে পরদিন সকাল পর্যন্ত লাইন পরিষ্কার করা যায়নি। তার ফলে বিভিন্ন ট্রেনকে একাধিক স্টেশনে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হয়েছে। যদিও রাজধানী এক্সপ্রেসের যাত্রীরা বলছেন, দীর্ঘ সময় অপেক্ষা করতে হলেও ক্যাটারিং সার্ভিস ভাল পেয়েছেন। তবে অন্যান্য ট্রেনের যাত্রীদের রীতিমতো কষ্ট সহ্য করতে হয়েছে। যাদের ভোররাতে হাওড়া পৌঁছে যাওয়ার কথা ছিল, তারা অনেকেই বেলা আটটা পর্যন্ত আসানসোল পার হতে পারেন নি। পূর্ব রেল সূত্রে খবর, সিঙ্গেল লাইন দিয়ে দূরপাল্লার ট্রেনগুলিকে আস্তে আস্তে পার করানো হয়েছে সকালের পর থেকে।
advertisement
advertisement
যদিও এই বিষয়ে রেলের আধিকারিকরা, খুব একটা মুখ খুলতে চাননি। তারা বলছেন, যেহেতু দুর্ঘটনা হয়েছে রাতের দিকে, ফলে উদ্ধারকার্য শুরু হলেও লাইন পরিষ্কার করতে সময় লেগেছে। রেল তৎপরতার সঙ্গে লাইন পরিষ্কার করার কাজ চালিয়েছে। তবে যেহেতু রাতে দুর্ঘটনা হয়েছিল তাই সময় লেগেছে। লাইন পরিষ্কার না থাকার জন্য দূরপাল্লার ট্রেন গুলিকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। সিঙ্গেল লাইন করে পার করানো হয়েছে দূরপাল্লার ট্রেন গুলিকে। অন্যদিকে চলেছে উদ্ধার কাজ। দুর্ঘটনার পর অন্য ট্রেনের যাত্রীদের দীর্ঘ অপেক্ষা করতে হলেও, যাত্রীরা রেলের সঙ্গে সহযোগিতা করেছেন বলে জানাচ্ছেন আধিকারিকরা।
advertisement
Nayan Ghosh
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Burdwan News : ঘণ্টার পর ঘণ্টা পার! ঠাঁই দাঁড়িয়ে রয়েছে ট্রেন, চরম দুর্ভোগ যাত্রীদের
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement