Birbhum News: অবিশ্বাস্য! মাত্র ২ টাকায় চপ, কোথায় পাওয়া যাচ্ছে জানেন, উপচে পড়ছে ভিড়

Last Updated:

Birbhum News: দু'টাকায় আলুর চপ। অগ্নিমূল্য বাজারে, এখনও মাত্র দু'টাকায় পাওয়া যায় চপ। রামপুরহাটের ভারশালা মোড়ের কাছে খুদিরাম মণ্ডলের দোকানে আজও দু'টাকায় চপ খেতে ভিড় জমান ক্রেতারা।

+
অগ্নিমূল্য

অগ্নিমূল্য বাজারে মাত্র দু'টাকায় পাওয়া যায় চপ

বীরভূম: অগ্নিমূল্য বাজারে সব কিছুর দামই আকাশছোঁয়া৷ প্রতিদিনই জিনিসপত্রের দাম বেড়েই চলেছে৷ ২ টাকায় আলুর চপ। শুনে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি৷ অগ্নিমূল্য বাজারে, এখনও মাত্র ২ টাকায় পাওয়া যাচ্ছে এই চপ। রামপুরহাটের ভারশালা মোড়ের কাছে খুদিরাম মণ্ডলের দোকানে আজও দু’টাকায় চপ খেতে ভিড় জমান ক্রেতারা। আকারে ছোট হলেও তাতেই মন জয় করেছে খুদিরামের চপ। আবার লাভের মার্জিন কম হলেও দাম বাড়াতে নারাজ খুদিরাম।
রামপুরহাটের ভারশালা মোড়ের কাছেই রয়েছে খুদিরামের ছোট্ট দোকান৷ দীর্ঘদিন ধরে তিনি সেখানেই এই দোকান চালাচ্ছেন। প্রথমে তিনি মাত্র ৫০ পয়সায় চপ বিক্রি করতেন। পরে সেই দাম বাড়িয়ে করেন ১ টাকা। এখন সেখানে চপের দাম হয়েছে মাত্র ২ টাকা। এই ২ টাকার চপ খেতেই ভিড় জমান অসংখ্য মানুষ৷
খুদিরামবাবু জানান, প্রতিদিন ৬০০ থেকে ৬৫০ টি চপ বিক্রি হয়ে থাকে। তাতেই তাঁর চলে যায়। যেহেতু বর্তমান অগ্নিমূল্যের বাজারের তুলনায় অনেকটা কম টাকায় তিনি চপ বিক্রি করে থাকেন৷ তাই চপ তুলনায় আকারে ছোট হয়৷ তবে তাতে ক্রেতাদের আপত্তি নেই৷ বরং দু’টাকার চপই ওই এলাকার ক্রেতাদের কাছে খ্যাতি লাভ করেছে।
advertisement
advertisement
Subhadip Pal
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: অবিশ্বাস্য! মাত্র ২ টাকায় চপ, কোথায় পাওয়া যাচ্ছে জানেন, উপচে পড়ছে ভিড়
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement