Paschim Bardhaman: ৭৩তম প্রজাতন্ত্র দিবসে পতাকা উত্তোলন জেলাশাসকের
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
অভিবাদন গ্রহণ করেন জেলাশাসক এস অরুণ প্রসাদ। তারপর রাজ্য সরকারের জনকল্যাণমুখী একাধিক প্রকল্পের ট্যাবলো প্রদশর্ন করানো হয়।
আসানসোলঃ ৭৩ তম প্রজাতন্ত্র দিবসে আসানসোলের পোলো গ্রাউন্ডে জাতীয় পতাকা উত্তোলন করলেন জেলাশাসক এস অরুণ প্রসাদ। সরকারি উদ্যোগে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। সেখানে জেলাশাসক ছাড়াও হাজির ছিলেন জেলা পুলিশের শীর্ষ কর্তারা। জেলা পুলিশের একাধিক বাহিনী তাদের কুচকাওয়াজ প্রদর্শন করেন। অভিবাদন গ্রহণ করেন জেলাশাসক এস অরুণ প্রসাদ। তারপর রাজ্য সরকারের জনকল্যাণমুখী একাধিক প্রকল্পের ট্যাবলো প্রদশর্ন করানো হয়। এদিন প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের কুচকাওয়াজে অংশগ্রহণ করেছিল জেলা পুলিশের প্রমিলা বাহিনীও।
Location :
First Published :
January 26, 2022 11:33 AM IST
