Paschim Bardhaman News: লালন শেখের মৃত্যুর আঁচ এবার দুর্গাপুরে! বিক্ষোভ সাধারণ মানুষের

Last Updated:

সিবিআই-এর অস্থায়ী ক্যাম্পে মৃত্যু হয়েছে বগটুই কাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত লালন শেখের। এই ঘটনায় রীতিমতো বেকায়দায় পড়েছে কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দা সংস্থাটি। অন্যদিকে মূল অভিযুক্তের স্ত্রী দাবি করেছেন, লালন শেখ কে খুন করা হয়েছে।

+
title=

#দুর্গাপুর : সিবিআই-এর অস্থায়ী ক্যাম্পে মৃত্যু হয়েছে বগটুই কাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত লালন শেখের। এই ঘটনায় রীতিমতো বেকায়দায় পড়েছে কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দা সংস্থাটি। অন্যদিকে মূল অভিযুক্তের স্ত্রী দাবি করেছেন, লালন শেখ কে খুন করা হয়েছে। তিনি আত্মহত্যা করেন নি। আর এসবের মধ্যে দুর্গাপুরে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে তীব্র বিক্ষোভ দেখালেন মানুষজন। সিবিআই এর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে দুর্গাপুরের এনআইটির সিবিআই অস্থায়ী ক্যাম্পের সামনে ব্যাপক বিক্ষোভ দেখিয়েছেন সাধারণ মানুষজন।
তাদের দাবি, কিভাবে লালন শেখের মৃত্যু হল - সেই সত্যিই সামনে আনতে হবে। পাশাপাশি বিক্ষোভের সময় সাধারণ মানুষ ইঙ্গিত করেছেন, সিবিআই এর তদন্ত সঠিক পথে হচ্ছে না। পাশাপাশি তাদের অভিযোগ, পক্ষপাতীত্বের বশে রাজ্যের শাসকদলের নেতাদের লক্ষ্য করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাটি। উল্লেখ্য, বগটুই কাণ্ডের তদন্তে নেমে লালন শেখকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দা সংস্থা। সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পের হেফাজতে ছিলেন লালন শেখ। কিন্তু হঠাৎ করে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। আর তারপর থেকেই রাজনৈতিক মহল থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন মহলের শুরু হয়েছে নানা আলোচনা, বিতর্ক।
advertisement
advertisement
এসবের মধ্যেই অভিযুক্তের স্ত্রী দাবি করেছেন, লালন শেখ আত্মহত্যা করেন নি। তাকে খুন করা হয়েছে। আর এমন ঘটনার জেরে স্বভাবতই বেকায়দায় পড়েছে সিবিআই। সেই ঘটনার রেশ ধরে এদিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে বিক্ষোভ দেখানো হল দুর্গাপুরে। দুর্গাপুরের সিবিআই এর অস্থায়ী ক্যাম্পের সামনে নানান অভিযোগ তুলে বিক্ষোভ দেখিয়েছেন দুর্গাপুরের সাধারণ মানুষ।
advertisement
Nayan Ghosh
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman News: লালন শেখের মৃত্যুর আঁচ এবার দুর্গাপুরে! বিক্ষোভ সাধারণ মানুষের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement