Paschim Bardhaman News : পথ দুর্ঘটনায় অপঘাতে মৃত্যু হনুমানের, তারপর গ্রামবাসীরা এক হয়ে যা করল
Last Updated:
হনুমানটিকে স্থানীয়রা রাস্তার পাশে শুইয়ে রেখে গায়ে নামাবলী চাপিয়ে দেন। তারপর হনুমানটির সৎকারের জন্য চাঁদা তুলতে শুরু করেন স্থানীয় মানুষজন।মৃত হনুমানের সৎকারে অর্থ সাহায্য সব ধর্মের মানুষের...
#পশ্চিম বর্ধমান : একই ফ্রেমে ধরা পড়ল অনেকগুলি ছবি। একটি ঘটনাকে কেন্দ্র করে প্রকাশ পেল মনুষ্যত্ব, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং পশুদের প্রতি মানুষের ভালোবাসা। পশ্চিম বর্ধমান জেলার সালানপুরের জেমারি এলাকায় ধরা পড়েছে এমনই ছবি। একটি হনুমানের মৃত্যুকে কেন্দ্র করে এই ছবি উঠে এসেছে জেমারিতে। মৃত হনুমানটির সৎকারের জন্য ধর্মীয় বিভেদ ভুলে এগিয়ে এসেছেন বিভিন্ন সম্প্রদায়ের মানুষ। যা সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ হিসেবে ধরা পড়েছে। অন্যদিকে মনুষ্যত্ব যে এখনও এই সমাজে বেঁচে রয়েছে, তা এই ঘটনার মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছে। রীতিমতো চাঁদা তুলে মৃত হনুমানটির সৎকারের ব্যবস্থা করেন স্থানীয় মানুষজন।
এদিন সালানপুরের জেমারি এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয় একটি হনুমানের। সেসময় প্রত্যক্ষদর্শীরা এবং স্থানীয় মানুষজন হনুমানটিকে উদ্ধার করে রাস্তার পাশে নিয়ে আসেন। হিন্দু শাস্ত্র অনুযায়ী রামভক্ত হনুমানের বিশেষ জায়গা রয়েছে ভক্তদের কাছে। ফলে কোনও হনুমানের মৃত্যু হলে তাকে সমাধিস্থ করার প্রচলন রয়েছে হিন্দু শাস্ত্রে।
advertisement
advertisement
সেই মত হনুমানটির সৎকারের উদ্যোগ নেন স্থানীয় মানুষজন। এর পরেই মৃত হনুমানটিকে স্থানীয়রা রাস্তার পাশে শুইয়ে রেখে গায়ে নামাবলী চাপিয়ে দেন। তারপর হনুমানটির সৎকারের জন্য চাঁদা তুলতে শুরু করেন স্থানীয় মানুষজন।
এই চাঁদা তোলাকে কেন্দ্র করে উঠে এসেছে ধর্মীয় সম্প্রীতি ছবি। মৃত হনুমানটির সৎকারের জন্য বিভিন্ন গাড়ি চালকরা সাধ্যমত চাঁদা তুলে দিয়েছেন উদ্যোক্তাদের হাতে। সেখানে হিন্দু, মুসলিম সহ বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষ অর্থ সাহায্য করেছেন। যা মনুষ্যত্ব এবং সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ বলে মনে করছেন বহু মানুষ।
advertisement
আরও পড়ুন - Paschim Midnapore News: ঝাড়গ্রামে দহিজুড়িতে রাজ্য সড়ক ঘিরে দাদাগিরি দলমার দাঁতালের, যান চলাচলে বিঘ্ন
সংগৃহীত অর্থের দ্বারা হনুমানটিকে ওই এলাকায় সমাধিস্থ করার পরিকল্পনা করেছেন স্থানীয় মানুষজন। পাশাপাশি ওই জায়গায় একটি হনুমান মন্দির তৈরীরও পরিকল্পনা করা হয়েছে। জেমারির এই পথ দুর্ঘটনা হনুমানের মৃত্যুকে কেন্দ্র করে স্থানীয়দের উদ্যোগ বর্তমান সমাজের কাছে বিভিন্ন বার্তা তুলে ধরেছে। স্থানীয়দের এই প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন গাড়ি চালক থেকে শুরু করে অন্যান্যরা।
Location :
First Published :
July 11, 2022 8:44 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman News : পথ দুর্ঘটনায় অপঘাতে মৃত্যু হনুমানের, তারপর গ্রামবাসীরা এক হয়ে যা করল