Paschim Midnapore News: ঝাড়গ্রামে দহিজুড়িতে রাজ্য সড়ক ঘিরে দাদাগিরি দলমার দাঁতালের, যান চলাচলে বিঘ্ন

Last Updated:

পড়িহাটি রেঞ্জের দহিজুড়ী পড়িহাটি পিচ রাস্তার বালিঝুড়ি ক্যানেল সংলগ্ন এলাকায় উঠে আসে একটি হাতি।

+
বন্য

বন্য হাতির রাস্তা অবরোধ

#পশ্চিম মেদিনীপুর: প্রকাশ্য দিবালোকে পিচ রাস্তায় উঠে দাপিয়ে বেড়াল দলমার দাঁতাল। রীতিমতো রাস্তা আটকে রাস্তায় ঘুরে বেড়াল একটি দাতাল হাতি। রবিবার দুপুরে পড়িহাটি রেঞ্জের দহিজুড়ী পড়িহাটি পিচ রাস্তার বালিঝুড়ি ক্যানেল সংলগ্ন এলাকায় উঠে আসে একটি হাতি। যার ফলে প্রায় ১ ঘন্টা ধরে পথ অবরোধ হয়ে যায় দহিজুড়ী পড়িহাটি রাজ্য সড়ক।
হাতি রাস্তায় উঠে আসায় আটকে পড়ে যাত্রীবাহী বাস, লরি সহ অন্যান্য যানবাহন গুলি। পরে জামবনী থানার পুলিশ ঘটনাস্থলে এসে মানুষজনকে সরিয়ে দিলে হাতিটি বড়শোলের জঙ্গলে ঢুকে যায়। জানা গিয়েছে, বড়শোলের জঙ্গলে বর্তমানে ১১ টি হাতি অবস্থান করছে, ফলে এলাকার মানুষজনেরা ব্যাপক আতঙ্কের মধ্যে রয়েছেন।
অন্যদিকে ঝাড়্গ্রাম লোধাশুলি রাজ্য সড়কের উপরেও হাতির দল উঠে আসায় বেশ কিছু সময় যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে হাতি গুলি জঙ্গলে ঢুকে গেলে যানচলাচল স্বাভাবিক হয়। তবে হাতি রাস্তায় উঠে আসায় অনেকেই যেমন খুব কাছ থেকে হাতিকে দেখতে পেয়ে খুশি, তেমনই আবার অনেককে দেখা গেল হাতির ছবি তুলতে ব্যস্ত। তবে স্থানীয় জঙ্গলে হাতির অবস্থান থাকায়, রাতে ওইসব এলাকায় আবার হাতির দল ঢুকে তান্ডব চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন গ্রামবাসীরা।
advertisement
advertisement
অন্যদিকে এ বিষয়ে ঝাড়গ্রামের বনাধিকারিক পার্থ মুখোপাধ্যায় জানিয়েছেন যে হাতির দলকে কোনোভাবে বিরক্ত বা উত্যক্ত যাতে না কেউ করে সে বিষয়ে সজাগ থাকতে বলা হয়েছে { পাশাপাশি বন দফতরের রাস্তার মধ্যে থাকা ওই হাতিটিকে পার্শ্ববর্তী জঙ্গলে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করতে বলা হয়েছে বন দফতরের তরফে।
advertisement
Partha Mukherjee
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Paschim Midnapore News: ঝাড়গ্রামে দহিজুড়িতে রাজ্য সড়ক ঘিরে দাদাগিরি দলমার দাঁতালের, যান চলাচলে বিঘ্ন
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement