Paschim Bardhaman News: বড়দিনের উপহার বড়দিনের আগেই! কুমারডিহিতে নতুন চার্চ
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
Last Updated:
বড়দিনের আগেই বড়দিনের উপহার পেলেন পাণ্ডবেশ্বর এর কুমারডিহি গ্রামের মানুষজন। স্থানীয় এলাকায় দেবভূমি বলে পরিচিত কুমারডিহিগ্রামে অসংখ্য মন্দির রয়েছে। রয়েছে মসজিদ। তবে স্থানীয় খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষজনের জন্য এতদিন সেখানে ছিল না কোন চার্চ।
#পাণ্ডবেশ্বর : বড়দিনের আগেই বড়দিনের উপহার পেলেন পাণ্ডবেশ্বর এর কুমারডিহি গ্রামের মানুষজন। স্থানীয় এলাকায় দেবভূমি বলে পরিচিত কুমারডিহিগ্রামে অসংখ্য মন্দির রয়েছে। রয়েছে মসজিদ। তবে স্থানীয় খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষজনের জন্য এতদিন সেখানে ছিল না কোন চার্চ। তবে এবার স্থানীয় খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ জনের আক্ষেপও দূর হল। কারণ কুমারডিহি গ্রামে উদ্বোধন হয়ে গেল নতুন একটি চার্চের। নতুন চার্চ ভবনটির উদ্বোধন করেছেন পাণ্ডবেশ্বর এর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী।
এই বিষয়ে পাণ্ডবেশ্বর এর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেছেন, এলাকায় হিন্দু ধর্মাবলম্বী মানুষজনের জন্য যেমন রয়েছে অসংখ্য মন্দির। তেমনভাবেই মুসলিম ধর্মাবলম্বী মানুষজনের জন্য রয়েছে মসজিদ। কিন্তু স্থানীয় এলাকায় যে সমস্ত খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষজন বসবাস করেন, তাদের প্রার্থনা করতে রীতিমতো অসুবিধার সম্মুখীন হতে হত। কারণ এলাকায় ছিল না কোন চার্চ। ফলে বড়দিন হোক বা অন্যান্য দিনের প্রার্থনা, স্থানীয় বাসিন্দাদের যেতে হত অন্য জায়গায়।
advertisement
আরও পড়ুনঃ কল্যানেশ্বরী মন্দিরে পুজো দিতে হাজির কেন্দ্রীয় পঞ্চায়েত প্রতিমন্ত্রী
ফলে সমস্যার সম্মুখীন হতে হত তাদের। স্বাভাবিকভাবেই গ্রামে একটি চার্চ নির্মাণের দাবি ছিল অনেক দিন ধরেই। আর গ্রামবাসীদের সেই দাবি মেনে নতুন এই চার্চ নির্মাণ করা হয়েছে। যা স্থানীয় খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষজনের প্রার্থনার সময় অনেক সুবিধা করে দেবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। অন্যদিকে, এই চার্চ নির্মাণের জন্য বিধায়ক সহ স্থানীয় প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন কুমারডিহি গ্রামের মানুষজন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ আবর্জনা মুক্ত শহর গড়তে নতুন প্রকল্প, শুরু সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট
তারা বলছেন, খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষজনকে এতদিন বড়দিনের প্রার্থনার জন্য বাইরে যেতে হত। অন্যান্য সময়ও প্রার্থনার জন্য বাইরে যেতে হত তাদের। কিন্তু এবার থেকে গ্রামেই খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষজন প্রার্থনা করতে পারবেন। পাশাপাশি আশপাশের মানুষও এই চার্চটি নির্মাণের ফলে অনেক সুবিধা পাবেন। সেজন্য প্রশাসনের এই উদ্যোগকে তারা সাধুবাদ জানিয়েছেন।
advertisement
Nayan Ghosh
view commentsLocation :
First Published :
December 06, 2022 5:33 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman News: বড়দিনের উপহার বড়দিনের আগেই! কুমারডিহিতে নতুন চার্চ