West Burdwan News : ভাগ চাষী উপপ্রধান, ৩ কিমি সাইকেল চালিয়ে যান পঞ্চায়েত কার্যালয়ে
- Published by:Ananya Chakraborty
Last Updated:
মলানদিঘী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রানী মুর্মু। তার আশ্রয়স্থল এক টুকরো টালির বাড়ি।
#কাঁকসা, পশ্চিম বর্ধমান : বয়স ষাটের কোটা পেরিয়েছে। তবে এখনও তিনি রীতিমতো কর্মঠ। প্রতিদিন সাইকেল চালিয়ে যান নিজের গন্তব্যে। অন্যের জমিতে ভাগের চাষ করেন তিনি। তিনি রানী মুর্মু। মলানদিঘী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। তার আশ্রয়স্থল এক টুকরো টালির বাড়ি। যেখানে বর্ষাকালে জল চুঁইয়ে পড়ে ঘরের ভিতর। অথচ তিনি সংসার সামলাতে হাড়ভাঙ্গা পরিশ্রমের পর হাসিমুখে দিয়ে যান জন পরিষেবা। এলাকার কেউ বিপদে আপদে পড়লে, সঙ্গে সঙ্গে ছুটে যান তার পাশে দাঁড়াতে।
মলানদিঘি পঞ্চায়েতের অন্তর্গত মোলাডাঙ্গা আদিবাসী পাড়ার বাসিন্দা রানী মুর্মু। এই মুহূর্তে এলাকার অন্যতম সততার প্রতীক তিনি। যিনি জনপ্রতিনিধি হয়ে পদে থেকেও, একদম বৈভবহীন সাদামাটা জীবন যাপনেই অভ্যস্ত।
উপপ্রধান আদিবাসী মহিলা রানী মুর্মু এখনও ভাগ চাষ করে চালান সংসার। জরাজীর্ণ মাটির বাড়িতে বসবাস করেন তিনি। জনতাকে পরিসেবা দিতে সাইকেলে চড়ে যান পঞ্চায়েত অফিসে।কাঁকসার মলানদিঘি মোলডাঙ্গা আদিবাসী পাড়ার রাণী মুর্মুকে এলাকার উন্নয়নের জন্য এলাকার মানুষ নির্বাচিত করেছিলেন গত পঞ্চায়েত নির্বাচনের সময়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ খবরের জের! মশা নাশক স্প্রে হচ্ছে কুমারডিহিতে
আবার পঞ্চায়েত নির্বাচন দরজায় কড়া নাড়াচ্ছে। আর সেই সময় উঠে এসেছে এমন উপ-প্রধানের কাহিনী, যিনি নিজের সংসার চালাতেই হিমশিম খান। অথচ এলাকার মানুষের সুখের জন্য সর্বদা দায়িত্ব পালনে মুখিয়ে থাকেন তিনি।
advertisement
এলাকার মানুষজন বলছেন, দায়িত্বভার গ্রহণের পর দিন থেকেই উন্নয়নের কাজে নিযুক্ত হয়েছেন রানী মুর্মু। ঠান্ডা ঘরের জীবনযাপন ছেড়ে ৩ কিলোমিটার সাইকেলে চড়ে যান পঞ্চায়েত অফিসে। নিয়মিত পরের জমিতে চাষের কাজের পর পঞ্চায়েতে হাজির হন। জনতার অভাব অভিযোগ শুনে সমাধানও করেন দ্রুত, জানাচ্ছেন এলাকার মানুষ।তিনি নিজে থাকেন মাটির বাড়িতে। রাণী দেবী বলেছেন, এলাকার মানুষের আগে পাকা বাড়ি হোক। তারপর না হয় তাকে সরকারি আবাস যোজনায় বাড়ি দেওয়া হবে। স্কুল শিক্ষিকা থেকে এলাকার মানুষ, সকলেই চাইছেন, ভবিষ্যতেও যেন তিনি আসেন উপপ্রধান হয়ে। কারণ এলাকার মানুষ সময়ে অসময়ে পাশে পান তাদের ঘরের মেয়ে উপ প্রধান রানী মুর্মুকে।
advertisement
Nayan Ghosh
view commentsLocation :
First Published :
August 27, 2022 12:01 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Burdwan News : ভাগ চাষী উপপ্রধান, ৩ কিমি সাইকেল চালিয়ে যান পঞ্চায়েত কার্যালয়ে
