Panchayat Election 2023: বিজেপির প্রচারে বেরিয়েছিলেন জিতেন্দ্র তিওয়ারি, নেতাকে দেখেই যা কাণ্ড ঘটল ভাবতে পারবেন না!
- Reported by:NAYAN GHOSH
- news18 bangla
- Published by:Raima Chakraborty
Last Updated:
Panchayat Election 2023: সেই মিছিলেই যত কাণ্ড। জিতেন্দ্র তিওয়ারিকে দেখতে পেয়ে কী ভয়ঙ্কর পরিস্থিতি পাণ্ডবেশ্বরে, অভাবনীয়।
পাণ্ডবেশ্বর: একটা সময় পাণ্ডবেশ্বর ছিল তার নিজের ঘাঁটি। সেই জায়গার বিধায়ক ছিলেন তিনি। তখন তিনি তৃণমূলে। বর্তমানে তিনি বিজেপি নেতা। কথা হচ্ছে জিতেন্দ্র তিওয়ারিকে নিয়ে। সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে বিজেপির হয়ে প্রচারে বেরিয়েছিলেন জিতেন্দ্র তিওয়ারি। পাণ্ডবেশ্বর এলাকায় চলছিল একটি মিছিল। আর সেই মিছিলেই যত কাণ্ড।
জিতেন্দ্র তিওয়ারিকে দেখতে পেয়ে তাঁর বিরুদ্ধে উঠল স্লোগান। প্রচারে বেরিয়ে বাধাপ্রাপ্ত হলেন জিতেন্দ্র তিওয়ারি। জানা গিয়েছে, পাণ্ডবেশ্বর এলাকাতেই বিজেপির হয়ে প্রচার করছিলেন জিতেন্দ্র তিওয়ারি। তখনই রাস্তা দিয়ে পার হয়ে যাওয়ার সময় কিছু মানুষ জড়ো হন। তারপর তাঁরা বিজেপি নেতার বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। জিতেন্দ্র তিওয়ারির দলবদল করার বিষয়টি যে স্থানীয় মানুষজন ভালো ভাবে নেননি, তা স্লোগানের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন এলাকার মানুষ।
advertisement
advertisement
আরও পড়ুন: ‘টাকার বিনিময়ে বিক্রি হচ্ছে পঞ্চায়েতের প্রার্থীপদ’, হাটে হাঁড়ি ভাঙলেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান! চরম অস্বস্তিতে শাসকদল
অন্যদিকে, জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে স্লোগান ওঠায় এলাকায় সাময়িক ভাবে উত্তেজনা ছড়ায়। যদিও পুলিশ দ্রুততার সঙ্গে যারা স্লোগান দিচ্ছিল, তাদের সরিয়ে দেয়। উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় সে সময় বেশ কিছুক্ষণ সেখানে বিজেপি নেতার মিছিল আটকে যায়। পরে পুলিশ স্লোগান দাতাদের সরিয়ে দিলে, আবার মিছিল এগিয়ে যায়। বিজেপির অভিযোগ এই শ্লোগান দিয়েছেন তৃণমূলের কর্মী সমর্থকরা।
advertisement
আরও পড়ুন: ‘বিনা নির্বাচনে পঞ্চায়েত জিততে হোম ডেলিভারি করছে তৃণমূল’, ভোটের আগে মারাত্মক অভিযোগ লকেটের
যদিও বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়েছেন স্থানীয় তৃণমূল নেতা। তিনি বলেছেন, জিতেন্দ্র তিওয়ারিকোথায় মিছিল করেছেন, কারা তার বিরুদ্ধে স্লোগান দিয়েছে, এসব তিনি কিছুই জানেন না। একই সঙ্গে তিনি ইঙ্গিত করেছেন, নিজেকে সংবাদমাধ্যমের আলোয় রাখতে জিতেন্দ্র তিওয়ারিনিজেই এমন কারসাজি করতে পারেন। কারণ লোকসভা নির্বাচনের আর খুব বেশি দেরি নেই। তাই বিজেপির শীর্ষ নেতৃত্বের কাছে ভালো চোখে থাকতেই এমন কাণ্ড বলে পাল্টা অভিযোগ করেছেন তিনি।
advertisement
Nayan Ghosh
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jun 14, 2023 7:16 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Panchayat Election 2023: বিজেপির প্রচারে বেরিয়েছিলেন জিতেন্দ্র তিওয়ারি, নেতাকে দেখেই যা কাণ্ড ঘটল ভাবতে পারবেন না!






