West Bardhaman News: নেই নিকাশি ব্যবস্থা, অল্প বৃষ্টিতে ঘরে ঢুকছে জল সঙ্গে দোসর সাপও

Last Updated:

নিকাশি ব্যবস্থার জন্য আবেদন করা হয়েছে বহুবার পশ্চিম বর্ধমান আসানসোল পৌরনিগমের অন্তর্গত ১৬ নম্বর ওয়ার্ডে। কিন্তু কাজের কাজ হয়নি কিছুই।

+
title=

আসানসোল, পশ্চিম বর্ধমান : নামেই কর্পোরেশন। তবে নেই নূন্যতম নিকাশি ব্যবস্থা। অল্প বৃষ্টিতেই ঘরে ঢুকছে জল। বাড়ছে মশার উপদ্রব। কখনও ঘরের ভেতরেই উঁকি দিচ্ছে সাপ। প্রাণ ভয়ে বসবাস করতে হচ্ছে মানুষজনকে। পশ্চিম বর্ধমান আসানসোল পৌরনিগমের অন্তর্গত ১৬ নম্বর ওয়ার্ড এলাকার ঘটনা। সেখানে একাধিক বাড়িতে মাঝারি মাপের বৃষ্টিপাত হলেই ঘরের ভিতরে ঢুকে যাচ্ছে জল। কোনওক্রমে যদিও স্থানীয়রা সেই জল বের করছেন, তাতেও রক্ষা নেই। কারণ আবার বৃষ্টি হলে সেই একই অবস্থা। নিকাশি ব্যবস্থার জন্য আবেদন করা হয়েছে বহুবার। আশ্বাসও পাওয়া গিয়েছে। কিন্তু কাজের কাজ হয়নি কিছুই।
পশ্চিম বর্ধমান আসানসোল পৌরনিগমের ১৬ নম্বর ওয়ার্ডের ধাদকা গ্রাম এলাকা। সেখানেই মানুষজনকে এই সমস্যার সঙ্গে দিন কাটাতে হচ্ছে। স্থানীয়রা বলছেন জল ঢুকে বাড়ির আসবাবপত্র সহ নানান জিনিসপত্র নষ্ট হয়ে যাচ্ছে।
আরও পড়ুনঃ ফের আতঙ্কের ধস রানীগঞ্জে! করাল গ্রাস আকার বাড়াচ্ছে দ্রুত গতিতে
বর্ষাকাল জুড়ে একই অবস্থার শিকার হতে হয় বারবার। ঘর থেকে বেরিয়ে রাস্তা, সেখানেও জল। একটু বেশি বৃষ্টি হলেই রাস্তার জল ঢুকে যায় ঘরে। এলাকায় নেই নিকাশি ব্যবস্থা। যার জন্য এই সমস্যা। বেশ কয়েকটি শিশু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বলে স্থানীয়রা দাবি করছেন। নিকাশি ব্যবস্থা না থাকার জন্য ক্ষোভ উগড়ে দিচ্ছেন স্থানীয়রা।
advertisement
advertisement
এই বিষয়ে স্থানীয় কাউন্সিলর উৎপল সিনহা বলছেন, ওই এলাকাটি অনেক পুরনো। ওই জায়গায় পুরনো যে সমস্ত বাড়িগুলি রয়েছে, সে জায়গাগুলি অপেক্ষাকৃত নিচু জমিতে অবস্থিত। পরে তৈরি হওয়া বাড়িগুলি অনেকটাই উঁচু।
আরও পড়ুনঃ সৌন্দর্যায়নের প্রথম ধাপ, বসল ভগৎ সিংয়ের মূর্তি, ৪০ কোটি টাকায় হবে তোরণ
অন্যদিকে রাস্তা থেকে নিচু হয়ে যাওয়ায়, ওই জায়গায় জল জমে থাকছে। যদিও ইতিমধ্যেই সেখানে নিকাশির জন্য একটি পরিকল্পনা নেওয়া হয়েছে। যাতে অনুমোদন দিয়েছে আসানসোল পৌরনিগম।
advertisement
পুরনো বাড়িগুলি যেখানে রয়েছে, ওই এলাকায় মাটি ভরাট করে জায়গাটিকে উঁচু করার পর, সেখানে নিকাশি ব্যবস্থার কাজ করা যাবে বলে জানিয়েছেন তিনি। তবে এলাকার মানুষজন আর আশ্বাস বা পরিকল্পনা মানতে নারাজ। তারা চাইছেন দ্রুত এলাকায় নিকাশির ব্যবস্থা হোক।
Nayan Ghosh
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News: নেই নিকাশি ব্যবস্থা, অল্প বৃষ্টিতে ঘরে ঢুকছে জল সঙ্গে দোসর সাপও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement