West Bardhaman News : ফের আতঙ্কের ধস রানীগঞ্জে! করাল গ্রাস আকার বাড়াচ্ছে দ্রুত গতিতে
- Reported by:NAYAN GHOSH
- hyperlocal
- Published by:Nagantara
Last Updated:
রানীগঞ্জের বল্লভপুরের ষষ্ঠী পাড়া এলাকায় আগেই একটি ধস দেখা দিয়েছিল। সে সময় ধস কবলিত এলাকাটি ছোট থাকলেও, বর্তমানে ধসের করাল গ্রাস বাড়ছে দ্রুতগতিতে।
রানীগঞ্জ, পশ্চিম বর্ধমান : বেশ কয়েক মাস আগেই রানীগঞ্জ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন রানীগঞ্জের অবস্থাও হতে পারে জশীমঠ এর মত। কয়লা খনি অঞ্চল রানীগঞ্জের বসতি জায়গা গুলি যেকোনও সময় ধসের কবলে পড়তে পারে। এই আশঙ্কা রয়েছে সকলের মধ্যে। আর সেই রাণীগঞ্জে ফের ধসের আতঙ্ক। গত সোমবার রানীগঞ্জের বল্লভপুরের ষষ্ঠী পাড়া এলাকায় একটি ধস দেখা দিয়েছিল। সে সময় ধস কবলিত এলাকাটি ছোট থাকলেও, ধীরে ধীরে বড় হচ্ছে বিপদ। ধসের করাল গ্রাস বাড়ছে দ্রুতগতিতে। তাতেই আশঙ্কা বাড়ছে এলাকার মানুষের মধ্যে।
ষষ্ঠী পাড়া এলাকার মানুষজন বলছেন, ধস দেখা দেওয়ার পর থেকেই তারা আতঙ্কে ভুগছেন। বিষয়টি স্থানীয় পঞ্চায়েতকে জানানো হয়েছিল। পঞ্চায়েতের পক্ষ থেকে ওই জায়গায় একটি ব্যারিকেড করে দেওয়া হয়েছে। পাশাপাশি নিরাপত্তার খাতিরে পাহারায় রাখা হয়েছে সিভিক ভলান্টিয়ারদের।
আরও পড়ুন ঃ বাঁচাতে হবে কৃষিজমি, ব্যবহার হোক জৈব সারের, বার্তা নিয়ে সাইকেলে দীর্ঘ পথযাত্রায় অঙ্কন শিল্পী
advertisement
advertisement
কিন্তু ধীরে ধীরে ওই ধসের জায়গাটিতে ধসের গহ্বর আরও বড় হচ্ছে। বিশাল আকারের অন্ধকার কূপ তৈরি হচ্ছে। পাশে রয়েছে একটি পরিত্যক্ত চানক। অথচ ওই এলাকাতেই বহু সাধারণ মানুষের বসবাস। সেখানে ছোট ছোট ছেলেমেয়েরা যেকোনও সময় ধসের কারণে বিপদের সম্মুখীন হতে পারে, এমন আশঙ্কা রয়েছে। পাশাপাশি যে কোনও দিন ধসের কবলে ঘরবাড়ি ধুলিস্যাৎ হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
advertisement
স্থানীয় মানুষজন বলছেন, রানীগঞ্জের বিভিন্ন এলাকাতে প্রায় সময় ধস নামতে দেখা যায়। কখনও দেখা যায় মাটির নিচ থেকে ধোঁয়া বের হতে। কখনও আবার দেখা যায় বিশাল বড় বড় ফাটল। ষষ্ঠী পাড়া এলাকায় যে ধস নেমেছে, তাতে বিশাল গভীর একটি কূপ তৈরি হচ্ছে। সেখানে পড়ে গেলে মৃত্যু অনিবার্য।
আরও পড়ুন ঃ চিকিৎসার মান হবে আরও উন্নত, দুর্গাপুর মহকুমা হাসপাতালে চালু হচ্ছে অত্যাধুনিক এমার্জেন্সি ওয়ার্ড
আবার ধীরে ধীরে ওই ধসের জায়গাটিও বড় হচ্ছে। ফলে যে কোনও দিন বড় বিপদ হওয়ার আশঙ্কা রয়েছে। তাই স্থানীয় মানুষজন দাবি করছেন, যত দ্রুত সম্ভব এই ব্যাপারে প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হোক। নাহলে এলাকাবাসী রাতে চিন্তায় ঘুমোতে পর্যন্ত পারছেন না।
advertisement
Nayan Ghosh
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Aug 14, 2023 7:23 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News : ফের আতঙ্কের ধস রানীগঞ্জে! করাল গ্রাস আকার বাড়াচ্ছে দ্রুত গতিতে









