West Burdwan News : রাস্তায় নেমে যানজট সামলাচ্ছেন সাংসদ! কাণ্ড দেখে অবাক সকলে, কেন এমন করলেন

Last Updated:

West Burdwan News : সাংসদ এস এস আলুওয়ালিয়া জানিয়েছেন, তালিত স্টেশন সংলগ্ন ওই রেল গেটের উপর দ্রুত সেতু নির্মাণের কাজ শুরু হবে। ইতিমধ্যে প্রাথমিক পর্যায়ের কাজ শুরু হয়ে গিয়েছে।

+
রেলগেটে

রেলগেটে ট্রাফিক সামাল দিচ্ছেন সাংসদ।

পশ্চিম বর্ধমান: তীব্র যানজটে আটকে পড়েছিল বহু গাড়ি। প্রায় এক কিলোমিটারেরও বেশি লম্বা গাড়ির লাইন পড়ে যায় রাস্তায়। পূর্ব বর্ধমান জেলার তালিত স্টেশন সংলগ্ন রেলগেটের ঘটনা। সেই রাস্তা ধরে বর্ধমান থেকে ভাতারের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন বর্ধমান দুর্গাপুরের সাংসদ এসএস আলুওয়ালিয়া। তালিত রেল স্টেশন সংলগ্ন রেল গেটের কাছে দীর্ঘক্ষণ যানজটে আটকে পড়েন সাংসদ। শুধু সাংসদ নন, যানজটে আটকে পড়ে বেশ কয়েকটি অ্যাম্বুল্যান্সও।
আর এই যানজট দেখে সংসদ যা করেছেন, তা দেখে অবাক হয়ে গিয়েছেন মানুষ। ভাতারে একটি দলীয় কর্মসূচিতে যোগ দেওয়ার পথে আটকে পড়ায়, অবশেষে গাড়ি থেকে নেমে নিজেই যানজট হওয়ার কারণ খুঁজতে গিয়ে তিনি দেখেন, মাত্র কয়েকজন সিভিক ভলান্টিয়ার রাস্তার উপর দাঁড়িয়ে যানজট মুক্ত করতে প্রায় হিমশিম খাচ্ছেন। অবশেষে সাংসদ নিজেই যানজট মুক্ত করতে রাস্তায় নামেন। যানজটে আটকে পড়া অ্যাম্বুলেন্স গুলিকে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেওয়ার ব্যবস্থা করেন তিনি।
advertisement
advertisement
বর্ধমান সদরের বিজেপির জেলা সহ-সভাপতি রমন শর্মা জানিয়েছেন, তাঁরা পূর্ব বর্ধমান জেলার ভাতারের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন দলীয় কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য। সাংসদ-সহ তাঁদেরও গাড়ি যানজটের মধ্যে আটকে পড়ে। তার পরেই তাঁরা লক্ষ্য করেন, সাংসদ নিজেই গাড়ি থেকে বের হয়ে প্রখর রোদের মধ্যে নিজেই যানজট মুক্ত করতে উদ্যোগী হন। কারণ যানজটের মধ্যে আটকে পড়েছিল বেশ কয়েকটি অ্যাম্বুল্যান্স। সেই কারণেই সাংসদ গাড়ি থেকে নেমে যানজট মুক্ত করার কাজে হাত লাগান।
advertisement
অন্যদিকে এই বিষয়ে সাংসদ এস এস আলুওয়ালিয়া জানিয়েছেন, তালিত স্টেশন সংলগ্ন ওই রেল গেটের উপর দ্রুত সেতু নির্মাণের কাজ শুরু হবে। ইতিমধ্যে প্রাথমিক পর্যায়ের কাজ শুরু হয়ে গিয়েছে। সেতু নির্মাণ হয়ে গেলে আগামী দিনে যানজটে নাজেহাল হতে হবে না সাধারণ মানুষকে।
Nayan Ghosh
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Burdwan News : রাস্তায় নেমে যানজট সামলাচ্ছেন সাংসদ! কাণ্ড দেখে অবাক সকলে, কেন এমন করলেন
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement